নয়া দিল্লি : পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক হৃদরোগে আক্রান্ত হলেন। ৫১ বছর বয়সী ক্রিকেটারের আচমকাই হার্ট অ্যাটাক হয় এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এমনটাই জানা গিয়েছে। সেখানেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।


সোমবার সন্ধ্যাবেলায় অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে ইনজির। জানা গিয়েছে তাঁর শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। যদিও চিকিৎসকেরা  তাঁর শারীরিক পরিস্থিতির ওপর নজর রেখেছেন। কিছুদিন ধরেই বুকে ব্যথা অনুভব করেছিলেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক। সোমবার পরীক্ষা করতেই ধরা পড়ে হার্ট অ্যাটাকের বিষয়টি। এরপই সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জানা যায়, তাঁর হার্টে একটি ‘ব্লক’ও রয়েছে।


এরপই অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। প্রসঙ্গত, ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইনজামাম। পাকিস্তানের সফলতম ক্রিকেট অধিনায়কদের মধ্যে তিনি অন্যতম। পাকিস্তানের বিশ্বকাপ জয়ের পর প্রভূত জনপ্রিয়তাও অর্জন করেন তিনি।


কেবল অধিনায়ক নন। ব্যাটেও তিনি সমান দক্ষ ছিলেন। ওয়ান ডেতে পাকিস্তানের সর্বোচ্চ ও টেস্ট ক্রিকেট তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ইনজামাম উল হক। ওয়ান ডে তে ৩৭৫টি ম্যাচে তাঁর সংগ্রহ ১১ হাজার ৭০১ রান। ২০০৭ সালে অবসর গ্রহণের পর পাক দলের মুখ্য নির্বাচক থেকে ব্যাটিং কনসালটেন্ট, একাধিক দায়িত্ব পালন করেন। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ইনজামাম ছিলেন পাকিস্তান ক্রিকেটের মুখ্য নির্বাচক। আফগানিস্তানের কোচের ভূমিকাতেও বেশ কিছুদিন ছিলেন ইনজামাম।


সম্প্রতি বিরাট কোহলীর প্রশংসাও শোনা গিয়েছিল ইনজামাম উল হকের গলায়। ওভালে ১৫৭ রানে ভারতের জয় প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “যে ভাবে ভারতীয় দল বিদেশের মাটিতে খেলছে সেটার কৃতিত্ব ওদের দিতেই হবে। প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট হয়ে যাওয়ার পর পরের চার দিন যে ভাবে লড়াই করল তার প্রশংসা করতেই হবে।”