ইনদওর: কাজে এল না এবিডি ভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংস। ইনদওরে আইপিএল-এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (আরসিবি) ৮ উইকেটে হারিয়ে দিল কিংস ইলেভেন পঞ্জাব।
এদিন হোলকর ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৪৮ রান করে আরসিবি। চোট সারিয়ে ওঠার পর দলে ফেরানো হয় এবি ডিভিলিয়ার্সকে। হতাশ করেননি তিনি। এদিন নিজস্ব ঢঙে ছিলেন এবি। মাত্র ৪৬ বলে অপরাজিত ৮৯ রান করেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। তাঁর ইনিংস সাজানো ছিল ৩টি চার ও ৯টি বিশাল ছক্কায়।
একটা সময় পাঁচ ওভারে ২২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। প্রথম ওভারেই মাত্র ১ রান করে অক্ষর পটেলের শিকার হন ওয়াটসন। চতুর্থ ওভারে ফিরে যান অন্য ওপেনার বিষ্ণু বিনোদ। কেদার যাদবও বেশিক্ষণ টিকতে পারেননি।
এই সময় দলের হাল ধরেন এবি। ইনিংস সামলানোর কাজে তাঁকে সঙ্গত করেন মণদীপ সিংহ (২৮)। ডিভিলিয়ার্স কিন্তু ১৪ তম ওভারে দলের ৬৮ রানের মাথায় ফিরে যান মণদীপ। ডিভিলিয়ার্সের সঙ্গে জুটিতে ৪৬ রান যোগ করেন মণদীপ। এরপর স্টুয়ার্ট বিনি ক্রিজে আসেন। তিনি ১৮ রানে অপরাজিত থাকেন। বিনি-ডিভিলিয়ার্স অবিচ্ছিন্ন জুটিতে ওঠে ৮০ রান।
আরসিবি-র রাখা ১৪৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন পঞ্জাবের দুই ওপেনার মানান ভোরা (৩৪) ও হাসিম আমলা (৫৮)। দুজনে মিলে প্রথম উইকেটে ৩৫ বলে ৬২ রান করেন। পরে অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল (৪৩) এর সঙ্গে তৃতীয় উইকেটে ৭২ রান যোগ করেন আমলা। মাত্র ১৪.৩ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় কিংস ইলেভেন।
এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল কিংস। ব্যাঙ্গালোর নেমে গেল ষষ্ঠ স্থানে।