কলকাতা: দিল্লির পর এবার ঘরের মাঠে চেন্নাইয়ের কাছেও হার কেকেআরের। ৪৮ ঘণ্টার ব্যবধানে এই নিয়ে পরপর ২টি ম্যাচ হারল শাহরুখ খানের দল। অন্যদিকে কলকাতার বিরুদ্ধে ২টি ম্যাচই জিতে নিল চেন্নাই।

প্রসঙ্গত, এদিন টসে জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে অজি তারকা ক্রিস লিনের ৮২ রানের ইনিংসের সুবাদে ১৬১ রান তোলে দীনেশ কার্তিকরা। জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় মাহিরা। এদিন রান তাড়া করতে নেমে ৫৮ রানের একটি ইনিংস খেলেন ‘মিস্টার আইপিএল’ সুরেশ রায়না। ধোনি শেষ পর্যন্ত টিকে না থাকলেও ফিনিশারের ভূমিকা পালন করেন রবীন্দ্র জাদেজা। ১৭ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। কেকেআরের বিরুদ্ধে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের শিরোপা জিতে নিয়েছেন ইমারন তাহির। আর এই জয়ের সঙ্গেই ৮ ম্যাচে ১৪ পয়েন্ট হাসিল করে নিল চেন্নাই সুপার কিংস। তারাই এখন লিগ টেবিলের শীর্ষে।



প্রথম একাদশে ফিরেই ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের রক্ষাকর্তা হয়ে উঠলেন ক্রিস লিন। ইডেনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে নাইট ওপেনার করলেন ৫১ বলে ৮২ রান। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও ছটি ছক্কা। লিনের দাপটে কেকেআর নির্ধারিত ২০ ওভারে তুলল ১৬১/৮।

লিন ছাড়া কেকেআর ব্যাটসম্যানদের বাকি কেউই অবশ্য রান পাননি। বরং সিএসকে বোলারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে বেশ অস্বস্তিতেই ছিলেন দীনেশ কার্তিক (১৪ বলে ১৮ রান), শুবমান গিল (২০ বলে ১৫ রান)-রা। আন্দ্রে রাসেল ঝোড়ো শুরু করেও ৪ বলে ১০ রান করে আউট হয়ে যান।

চেন্নাই বোলারদের মধ্যে চার ওভারে ২৭ রানের বিনিময়ে চার উইকেট ইমরান তাহিরের। শার্দুল ঠাকুর ৪ ওভারে ১৮ রানে পেয়েছেন দুই উইকেট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স পেয়ে গিয়েছে সুস্থ সুনীল নারাইনকে। তবে ব্যাট হাতে কামাল দেখাতে পারেননি ক্যারিবিয়ান তারকা। ইডেনে টস জিতে নাইটদের প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। টসের পর তিনি বলেন, 'ছোট মাঠ। আউটফিল্ডে বল পড়ে বিদ্যুতের গতিতে দৌড়বে। ক্রিজে জমে গেলে ব্যাটসম্যানকে আটকে রাখাটা ভীষণ কঠিন এখানে। তাই প্রতিপক্ষকে আগে ব্যাট করিয়ে লক্ষ্যমাত্রাটা জেনে নিলে সুবিধা হবে।'

ধোনির সেই অঙ্ক মিলবে কি না, জানার জন্য আর ঘণ্টা দুয়েকের অপেক্ষা।