নয়াদিল্লি: গতকাল দিল্লি ডেয়ার ডেভিলসের কাছে হেরে এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এর পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে বিদায় নেয় কিংস ইলেভেন পঞ্জাব। চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই মুম্বইয়ের ছিটকে যাওয়ার খবর জানতে পেরেছিল প্রীতি জিন্টার দল কিংস ইলেভেন পঞ্জাব।
ম্যাচে সুরেশ রায়নার অপরাজিত ৬১ এবং দীপক চহরের ৩৯ রানের ইনিংসে ভর করে চেন্নাই পাঁচ উইকেটে হারিয়ে দেন পঞ্জাবকে। প্লে অফে উঠতে হলে ওই ম্যাচ বড় ব্যবধানে জিততে হত পঞ্জাবকে। কিন্তু চেন্নাইয়ের কাছে হারায় সেই আশা শেষ হয়ে যায়। এতে হতাশ রবিচন্দ্রন অশ্বিনের দল। তবে দল হারলেও মালকিন প্রীতি কিন্তু অন্য কারণে খুশি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে প্রীতির সেই উচ্ছ্বাস ধরা পড়েছে। ভিডিওতে প্রীতিকে পঞ্জাব দলের কোনও সঙ্গীর সঙ্গে হাল্কা মেজাজে গ্যালারিতে দেখা গিয়েছে। ম্যাচ চলাকালে সঙ্গীকে কিছু একটা বলতে দেখা গিয়েছে প্রীতিকে। তাঁর কোনও কথা শোনা না গেলেও প্রীতির ঠোঁটের নড়াচড়া থেকে কেউ কেউ মনে করছেন যে তিনি বলেছেন, 'আই অ্যাম জাস্ট ভেরি হ্যাপি দ্যাট মুম্বই ইন্ডিয়ান্স নকড আউট। রিয়েলি হ্যাপি'। (আমি খুব খুশি যে, মুম্বই ইন্ডিয়ান্স ছিটকে গিয়েছে। সত্যিই খুশি।)








এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
চেন্নাই ও পঞ্জাব ম্যাচের পর প্রীতি ট্যুইট করে শেষ চারে ওঠা দলগুলিকে অভিনন্দন জানান।