নয়াদিল্লি: ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে রান তোলাই ব্যাটসম্যানদের প্রধান কাজ। স্কোরবোর্ডে যত বেশি সম্ভব রান তোলাই ব্যাটসম্যানদের লক্ষ্য। আর এই কাজ করতে গিয়ে বিশেষ করে টি ২০-তে ব্যাটসম্যানদের বিভিন্ন ধরনের উদ্ভাবনমূলক শট খেলতে দেখা যায়। এ ধরনের শটে রান তোলার পথিকৃত্ হিসেবে গণ্য করা হয় এবি ডিভিলিয়ার্স ও ব্রেন্ডন ম্যাকুলামদের মতো ব্যাটসম্যানদের।
এখন অবশ্য প্রায় সব ব্যাটসম্যানই অদ্ভূত অদ্ভূত শট খেলে সবচেয়ে বেশি রান তোলার চেষ্টায় খামতি দেন না। ফিল্ডারদের নাগাল টপকে বল সীমানার বাইরে পাঠাতে নতুন নতুন শট খেলেন ব্যাটসম্যানরা। গতকাল আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে এমনই চেষ্টা করলেন কিংস ইলেভেন পঞ্জাবের ব্যাটসম্যান করুণ নায়ার। টুর্নামেন্টে টিকে থাকতে হল গত ম্যাচে বড় ব্যবধানে জিততেই হত পঞ্জাবকে। দলের ইনিংসের শেষ দিকে যত বেশি সম্ভব স্কোর করার দরকার ছিল।
১৯ তম ওভারে ডোয়েন ব্র্যাভোর ফুল লেংথ ডেলিভারিকে রিভার্স-সুইচ করলেন। বল পাঠালেন শর্ট থার্ডম্যান দিয়ে। বিদ্যুত্গতিতে বল পৌঁছে যায় সীমানা পেরিয়ে।



২৭ বলে ৫৬ রান করেন নায়ার। তাঁর ব্যাটিংয়ের দৌলতেই পঞ্জাবের স্কোর ১৫৩ তে পৌঁছয়। যদিও ম্যাচ জিততে পারেনি তারা।