বেঙ্গালুরু: গতকাল আইপিএলের মেগা ম্যাচ ছিল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ওই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন দুই দলের দুই অধিনায়কের স্ত্রীরা। স্বামীরা মাঠে খেলছেন। গ্যালারি থেকে উত্সাহ দিয়েছেন অনুষ্কা শর্মা ও সাক্ষী ধোনি।
ধোনির ৩৪ বলে দুরন্ত ৭০ রানের ইনিংসে ভর করে চেন্নাই পাঁচ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরুকে।
স্বামী ধোনি যখন একটার পর একটা ছক্কা মারছিলেন তখন তাঁর স্ত্রীকে গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করতে এবং উত্সাহ দিতে দেখা গেল সাক্ষীকে।





১৮ তম ওভারে মহম্মদ সিরাজের বলে ধোনির পয়েন্টের ওপর দিয়ে ওভার বাউন্ডারি মারার পর সাক্ষীকে চিত্কার করে বলতে শোনা গেল- আর একটা।
অন্যদিকে, বেঙ্গালুরুর জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসার সময় কোহলির স্ত্রী অনুষ্কাকে হতাশ হয়ে বসে থাকতে দেখা গেল।




সাক্ষী ও অনুষ্কা ছাড়াও গতকালের ম্যাচে গ্যালারিতে ছিলেন সুরেশ রায়নার স্ত্রী প্রিয়ঙ্কা এবং ইমরান তাহিরের স্ত্রী সুমায়া দিলদারও।