বুয়েনস আইরেস: আর্জেন্টিনার মানুষের কাছে ফুটবল ধর্মের সমান। বর্তমানে পোপ ফ্রান্সিসও আর্জেন্টিনার নাগরিক। তিনিও ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অন্যতম সেরা দুই তারকা দিয়েগো মারাদোনা ও লিওনেল মেসি। তাঁদের এবার ঈশ্বর ও তাঁর আপন সন্তান হিসেবে তুলে ধরল বুয়েনস আইরেসের একটি ক্লাব। সিস্টিন চ্যাপেলে মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত শিল্পকর্মের আদলেই ঈশ্বর হিসেবে মারাদোনা এবং অ্যাডাম  হিসেবে মেসির ছবি আঁকা হয়েছে।


এই ক্লাবটির নাম স্পোর্টিভো পেরেইরা। ক্লাবটি বুয়েনস আইরেসের বারাকাস জেলায়। ক্লাবটিতে ফুটবল ছাড়াও অন্যান্য খেলা হয়। সেখানেই এই অভিনব ঘটনা দেখা গেল। এই ক্লাবের ফুটবল দলের কোচ রিকার্ডো এলসগুড বলেছেন, ‘আমাদের কাছে মাঠ হল পবিত্র মন্দির। তাই সেটিকে মন্দিরের মতো করে গড়ে তোলার চেয়ে ভাল আর কী হতে পারে? স্টিস্টিন চ্যাপেলে ঈশ্বর ও অযাডাম আছেন। ফুটবলের চ্যাপেলে মেসি ও মারাদোনা আছেন।’

স্পোর্টিভো পেরেইরা ক্লাব সূত্রে আরও জানা গিয়েছে, শুধু মারাদোনা ও মেসি-ই নন, হুয়ান রিকেলমে, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, মারিও কেম্পেস, সের্জিও আগুয়েরো, ক্লদিও ক্যানিজিয়া, রিকার্ডো বোচিনি ও অরিয়েল ওর্তেগারও ছবি রয়েছে। তাঁদের সবারই পরনে আর্জেন্টিনার জাতীয় দলের পরিচিত নীল-সাদা জার্সি।

শিল্পী স্যান্টিয়াগো বার্বেইতো বলেছেন, ‘আমি যেভাবে ছবিটি এঁকেছি, তাতে মনে হচ্ছে আর্জেন্টিনায় যাতে ভাল ফুটবলের ধারা অব্যাহত থাকে, সেটা নিশ্চিত করার জন্য ঈশ্বর হিসেবে নিজের পুত্র মেসিকে উপহার দিচ্ছেন মারাদোনা।’