এই ম্যাচে খেলেননি দিল্লির প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। তাঁর এই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। দিল্লি ৪ উইকেটে ২১৯ রান করে। শ্রেয়াসের ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও ১০টি ছক্কা। কলিন মুনরো ৩৩ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৭ রান করেন। শেষ ওভারে ওঠে ২৯ রান। এর ফলেই বড় রান করে দিল্লি।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে কেকেআর। শেষপর্যন্ত ৯ উইকেটে ১৬৪ রান করে কার্তিকের দল। সর্বোচ্চ ৪৪ রান করেন আন্দ্রে রাসেল। সুনীল নারিন ২৬, কার্তিক ১৮ ও শুভমান গিল ৩৭ রান করেন।