পুণে: এবারের আইপিএল-এ লিগ পর্যায়ের শেষ ম্যাচে সেরা বোলিং করলেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে তিনি ৪ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নিলেন। শার্দুল ঠাকুর ও ডোয়েন ব্র্যাভো যোগ্য সঙ্গত করেন। তাঁরা দু’টি করে উইকেট নেন। ব্যাট হাতে ভাল পারফরম্যান্স দেখান সুরেশ রায়না (৬১) ও দীপক চাহার (৩৯)। এই দলগত পারফরম্যান্সের ফলেই পঞ্জাবকে ৫ উইকেটে হারিয়ে দিল চেন্নাই।


প্লে-অফে যাওয়ার জন্য পঞ্জাবকে এই ম্যাচে অন্তত ৫৩ রানে জিততে হত। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলারদের দাপটে মাত্র ১৫৩ রানেই অলআউট হয়ে যায় রবিচন্দ্রন অশ্বিনের দল। সহজেই সেই রান টপকে যায় চেন্নাই। ফলে চতুর্থ দল হিসেবে প্লে-অফে চলে গেল রাজস্থান রয়্যালস।

ম্যাচের পর সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এনগিডি বলেছেন, ‘এই দিনটা আমার ছিল। এত ভাল পারফরম্যান্স দেখাতে পারব, সেটা ভাবিনি। উপমহাদেশের উইকেট সাধারণত একটু মন্থর হয় এবং বল বেশি লাফায় না। কিন্তু চাহার প্রথম ওভার বল করার পর আমি উল্টোদিক থেকে মনের আনন্দে বোলিং শুরু করি। ধোনির ক্রিকেটীয় মস্তিষ্ক আমাকে সাহায্য করেছে।’