নয়াদিল্লি: সোনা, রুপো সহ একাধিক বহুমূল্য খনিজ পদার্থের হদিশ মিলেছে দাবি করে অরুণাচল প্রদেশ সীমান্তের একেবারে কাছে বিশালমাপের খননকার্য শুরু করল চিন। যা অদূর ভবিষ্যতে অচিরে ফের দুদেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


খবরে প্রকাশ, খননকার্য চালানো হচ্ছে চিন-নিয়ন্ত্রিত দক্ষিণ তিব্বতের লুঞ্জে প্রদেশে। কূটনৈতিক মহলের আশঙ্কা, আদতে এই খননকার্যের আড়ালে ধীরে ধীরে অরুণাচলের দিকে এগোতে চাইছে চিন।


মাত্র মাসখানেক আগেই, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রথম একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যেই, চিনা ভূতত্ববিদদের এই দাবি ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে।


বিশেষজ্ঞদের আশঙ্কা, চিনের এই পদক্ষেপ দুদেশেপ মধ্যে ফের সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে। ঠিক যেমনটা হয়েছিল ডোকলামে। যখন টানা ৭৪-দিন ধরে মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল উভয় দেশের সেনার মধ্যে।


জানা গিয়েছে, খননকার্যের জন্য ওই অঞ্চলে পরিকাঠামোর প্রভূত উন্নতি করেছে চিন। সড়ক নির্মাণ থেকে শুরু করে বিদ্যুতের লাইন ও যোগাযোগ ব্যবস্থার বৃদ্ধি করা হয়েছে। ওয়াকিবহাল মহলের দাবি, এক বছর আগেও, যে লুঞ্জে একেবারে খাঁ খাঁ করত, এখন তা গমগম করছে।