নয়াদিল্লি: ১২ ঘন্টার মধ্যে দুটি ভিন্ন দেশে একটি টি ২০ ও একটি ৫০ ওভারের ম্যাচ খেললেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। আর দুটি ম্যাচেই বল হাতে দুরন্ত পারফর্ম করলেন তিনি।
প্রথমে বুধবার মালিঙ্গা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ম্যাচ খেলেন। এরপর তিনি শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে একটি একদিনের ম্যাচ খেলেন।
মুম্বইয়ের হয়ে মালিঙ্গা ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন। পরের দিন বৃহস্পতিবার সকালে ক্যান্ডির উদ্দেশে রওনা দেন এবং সেখানে সুপার ফোর টুর্নামেন্টের ম্যাচে খেলেন। এই ম্যাচে দুরন্ত পারফর্ম করেন মালিঙ্গা। লিস্ট-এ ক্রিকেটে তাঁর সেরা পারফরম্যান্স ৪৯ রানে সাত উইকেট দখল করেন। তাঁর বিধ্বংসী বোলিংয়ের ভর করে গল ক্যান্ডিকে ১৫৬ রানে হারিয়ে দেয়।
শ্রীলঙ্কা ক্রিকেট মালিঙ্গাকে এপ্রিল মাসে আইপিএল খেলার অনুমতি দিয়েছে। কিন্তু এরপরও দেশে ফিরে ঘরোয়া ক্রিকেট খেললেন তিনি।
১২ ঘন্টার ব্যবধানে টি ২০ ও একদিনের ম্যাচে বিধ্বংসী বোলিং মালিঙ্গার, দুটি ম্যাচে নিলেন মোট ১০ উইকেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Apr 2019 08:01 PM (IST)
মুম্বইয়ের হয়ে মালিঙ্গা ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন। পরের দিন বৃহস্পতিবার সকালে ক্যান্ডির উদ্দেশে রওনা দেন এবং সেখানে সুপার ফোর টুর্নামেন্টের ম্যাচে খেলেন। এই ম্যাচে দুরন্ত পারফর্ম করেন মালিঙ্গা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -