নয়াদিল্লি: দ্বাদশ আইপিএলের পঞ্চম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। এই নিয়ে এবার টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচেই জয় পেল গতবারের চ্যাম্পিয়নরা। জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১ রানের মাথায় অম্বাতি রায়ডুকে হারায় চেন্নাই। রায়ডু ৫ রান করে ইশান্ত শর্মার বলে আউট হন। এরপর দ্বিতীয় উইকেটে ৫২ রান যোগ করে শেন ওয়াটসন ও সুরেশ রায়নার জুটি। ওয়াটসন আউট হওয়ার পর আসেন কেদার যাদব। দলের ৯৮ রানে তৃতীয় উইকেটের পতন হয় চেন্নাইয়ের। ১৬ বলে ৩০ রান করে আউট হন রায়না। এরপর দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয় মহেন্দ্র সিংহ ও কেদার যাদবের জুটি। জয়ের জন্য যখন দুই রান বাকি তখন রাবাডার বলে ২৭ রান করে আউট হয়ে যান কেদার। এর পর ব্র্যাভো চার মেরে দলের জয় নিশ্চিত করেন। দুই বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। ধোনি ৩২ রানে অপরাজিত থাকেন।


এর আগে ডোয়েন ব্র্যাভোর দুরন্ত বোলিংয়ে (৩৩ রানে ৩ উইকেট) দিল্লি ক্যাপিটালসকে ১৪৭ রানে বেঁধে রাখতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস। ছয় উইকেট হারিয়ে দিল্লি ওই রান তোলে। টসে জিতে ব্যাট করতে নেমে দিল্লির দুই ওপেনার শিখর ধবন (৫১) ও পৃথ্বী শ (২৪)-র জুটিতে ৪.৩ ওভারে ৩৬ রান যোগ হয়। পৃথ্বীকে আউট করে জুটি ভাঙেন দীপক চাহর।

এরপর শ্রেয়স আয়ার ১৮ রান করে দলের ৭৯ রানে প্যাভিলিয়নে ফেরেন। ধবন ও শ্রেয়াস দ্বিতীয় উইকেটে ৪৩ রান যোগ করেন। ধবন তৃতীয় উইকেটে ঋষভ পন্তের সঙ্গে জুটি বেঁধে ৪১ রান যোগ করেন। নিজস্ব ছন্দেই ব্যাট করছিলেন ঋষভ। কিন্তু গত ম্যাচের মতো বড় ইনিংস খেলতে পারলেন না তিনি। ১৩ বলে ২৫ রানে আউট হন তিনি। তাঁকে ফেরান ব্র্যাভো। ১২০ রানে দিল্লির তৃতীয় উইকেট পড়ে। ওই ওভারেই কিমো পল কোনও রান না করেই ব্র্যাভোর বলে আউট হয়ে যান। পরের ওভারে ব্র্যাভো ধবনকে আউট করে দিল্লির বড় রান তোলার আশায় জল ঢালেন। দলের ১২৭ রানে আউট হন ধবন। তাঁর আউট হওয়ার পর দিল্লির ব্যাটসম্যানরা বেশি রান তুলতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে তারা ছয় উইকেটে ১৪৭ রান করে।