বিশাখাপত্তনম: ১২ তম আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। টানটান উত্তেজনার ম্যাচে মাত্র ১ রানে চেন্নাইকে হারিয়েছে মুম্বই।
খেলার মাঠে চ্যাম্পিয়ন দলকে যেমন দুরন্ত পারফর্ম করতে দেখা গিয়েছে, তেমনি মাঠের বাইরেও দারুন মেজাজে দেখা গেল তাদের। ফাইনালে রোমাঞ্চকর জয়ের পর জমিয়ে উত্সব পালন করল টিম মুম্বই ইন্ডিয়ান্স। তাদের এই পার্টির ভিডিও মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হয়েছে। ভিডিওতে মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে যুবরাজ সিংহর সঙ্গে ডান্স করতে দেখা গিয়েছে।
ভিডিওতে যুবির সঙ্গে রোহিতকে র্যা প করতে দেখা গিয়েছে। মাঠের বাইরেও যুবরাজের সঙ্গে রোহিতের দারুণ বন্ধুত্ব।