বেঙ্গালুরু: ভাগ্যকে ধন্যবাদ দিতেই পারেন যুবরাজ সিংহ ও জসপ্রীত বুমরাহ। প্রথম বলেই স্লিপে এবি ডিভিলিয়ার্সের সহজ ক্যাচ ফেলে দেন যুবরাজ। বুমরাহ আবার শেষ ওভারে শিবম দুবের সহজ ক্যাচ ফস্কান। তবে এই দু’টি ক্যাচ মিসের পরেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ রানে হারিয়ে চলতি আইপিএল-এ প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। টানা দু’টি ম্যাচ হারল বিরাট কোহলির দল।
বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট। অধিনায়ক রোহিত শর্মার ৪৮, সূর্যকুমার যাদবের ৩৮ ও হার্দিক পাণ্ড্যর ১৪ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৮ উইকেটে ১৮৭ রান করে মুম্বই। ব্যাঙ্গালোরের হয়ে যুজবেন্দ্র চাহল ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন। উমেশ যাদব ও মহম্মদ সিরাজ দু’টি করে উইকেট নেন।
বড় রান তাড়া করতে নেমে বিরাটের ৪৬ ও ডিভিলিয়ার্সের অপরাজিত ৭০ রানের সুবাদে জয়ের কাছাকাছি পৌঁছে যায় ব্যাঙ্গালোর। কিন্তু শেষপর্যন্ত জয় অধরাই থেকে গেল। জসপ্রীত বুমরাহ ও লসিথ মালিঙ্গা শেষ দুই ওভারে দুর্দান্ত বোলিং করে মুম্বইকে জেতালেন। বুমরাহ চোট সারিয়ে মাঠে ফিরে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। মালিঙ্গা ৪ ওভারে কোনও উইকেট না নিয়ে ৪৭ রান দিলেও, শেষ ওভারে ১০ রানের বেশি দেননি। ফলে ৫ উইকেটে ১৮১ রান করেই থেমে যায় ব্যাঙ্গালোর এবং জয় পায় মুম্বই। শেষ বলটি করার সময় অবশ্য মালিঙ্গার পা পপিং ক্রিজ পেরিয়ে গিয়েছিল। তা সত্ত্বেও নো বল দেননি আম্পায়ার। এতে বিরাট প্রচণ্ড ক্ষুব্ধ হন। কিন্তু তাতে ম্যাচের ফল বদলায়নি।
আম্পায়ারিং নিয়ে বিতর্ক, ডিভিলিয়ার্সের অসাধারণ ইনিংস সত্ত্বেও মুম্বইয়ের বিরুদ্ধে ৬ রানে হার ব্যাঙ্গালোরের
Web Desk, ABP Ananda
Updated at:
29 Mar 2019 12:11 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -