বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট। অধিনায়ক রোহিত শর্মার ৪৮, সূর্যকুমার যাদবের ৩৮ ও হার্দিক পাণ্ড্যর ১৪ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৮ উইকেটে ১৮৭ রান করে মুম্বই। ব্যাঙ্গালোরের হয়ে যুজবেন্দ্র চাহল ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন। উমেশ যাদব ও মহম্মদ সিরাজ দু’টি করে উইকেট নেন।
বড় রান তাড়া করতে নেমে বিরাটের ৪৬ ও ডিভিলিয়ার্সের অপরাজিত ৭০ রানের সুবাদে জয়ের কাছাকাছি পৌঁছে যায় ব্যাঙ্গালোর। কিন্তু শেষপর্যন্ত জয় অধরাই থেকে গেল। জসপ্রীত বুমরাহ ও লসিথ মালিঙ্গা শেষ দুই ওভারে দুর্দান্ত বোলিং করে মুম্বইকে জেতালেন। বুমরাহ চোট সারিয়ে মাঠে ফিরে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। মালিঙ্গা ৪ ওভারে কোনও উইকেট না নিয়ে ৪৭ রান দিলেও, শেষ ওভারে ১০ রানের বেশি দেননি। ফলে ৫ উইকেটে ১৮১ রান করেই থেমে যায় ব্যাঙ্গালোর এবং জয় পায় মুম্বই। শেষ বলটি করার সময় অবশ্য মালিঙ্গার পা পপিং ক্রিজ পেরিয়ে গিয়েছিল। তা সত্ত্বেও নো বল দেননি আম্পায়ার। এতে বিরাট প্রচণ্ড ক্ষুব্ধ হন। কিন্তু তাতে ম্যাচের ফল বদলায়নি।