নয়াদিল্লি: চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনির পর মুম্বই ইন্ডিয়ানসের রোহিত শর্মাই তাঁর দেখা সেরা আইপিএল অধিনায়ক। এমনটাই জানিয়েছেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন ঝোড়ো ওপেনার বীরেন্দ্র সহবাগ। আবু ধাবিতে রোহিতের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এমআইয়ের ৪৯ রানে জয়লাভের পর এই মন্তব্য করেন তিনি।
সহবাগ বলেন, আমি তো বরাবরই বলে আসছি যে আইপিএলে ধোনির পর যদি কোনও সেরা ক্যাপ্টেন থেকে থাকে, তবে সে রোহিত শর্মা। ও খেলাটা এত ভালো বোঝে এবং দরকার মতো টেকনিকাল চেঞ্জ আনতে পারে এত দ্রুত আর সাফল্যের সঙ্গে যে তা এককথায় অতুলনীয়।
সহবাগ ব্যাখ্যা করেন, কেকেআরের দীনেশ কার্তিক আর নীতীশ রানা যে সময়ে একটা পার্টনারশিপ তৈরি করে বড় রানের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই সময়েই কায়রন পোলার্ডকে বোলিংয়ে এনে খেলা পাল্টে দেন রোহিত।
সহবাগ বলছেন, রোহিতের জায়গায় অন্য কোনও ক্যাপ্টেন থাকলে হয়তো নীতীশ রানার বিরুদ্ধে বল করতে ক্রুনাল পান্ড্যকে পাঠাত। কিন্তু তাতে উল্টো ফলও হতে পারত। রোহিত একদম অন্যভাবে ভেবেছে। ও পোলার্ডকে এনেছে রানার বিরুদ্ধে।
সহবাগের ব্যাখ্যা এবং মতের সঙ্গে অনেকটাই একমত প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান অজয় জাডেজা।তিনিও মনে করছেন একজন ভিন্ন ভাবনার ক্যাপ্টেন ম্যাচের গতিই বদলে দিতে পারেন। আর সেটাই বারবার করে দেখাচ্ছেন রোহিত।শক্ত ম্যাচে মাথা ঠান্ডা রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াই একজন যোগ্য ক্যাপ্টেনের আসল গুণ।
ধোনির পর আইপিএলে সেরা ক্যাপ্টেন রোহিত, মত সহবাগের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Sep 2020 06:28 PM (IST)
সহবাগ বলেন, আমি তো বরাবরই বলে আসছি যে আইপিএলে ধোনির পর যদি কোনও সেরা ক্যাপ্টেন থেকে থাকে, তবে সে রোহিত শর্মা। ও খেলাটা এত ভালো বোঝে এবং দরকার মতো টেকনিকাল চেঞ্জ আনতে পারে এত দ্রুত আর সাফল্যের সঙ্গে যে তা এককথায় অতুলনীয়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -