নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনির অবসর গ্রহণের সিদ্ধান্তে ভারতীয় টিমে ঢোকার সম্ভাবনা তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের সামনে। রাজস্থান রয়্যালসের স্টার এই ক্রিকেটারকে ঘিরে আশার আলো দেখছেন অনেকেই। আইপিএলে কিপিংয়ের পাশাপাশি ঝোড়ো ব্যাটিংয়ের জন্য ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছেন তিনি। কিন্তু ব্যাটসম্যান এবং কিপার, এই কম্বিনেশন মাথায় এলেই ধোনির সঙ্গে তুলনা এসে পড়াও স্বাভাবিক।
নিজে কী ভাবছেন তা নিয়ে, এ নিয়ে এক সাক্ষাৎকারে তরুণ ক্রিকেটার বলেন, আমাদের দেশ কেন, গোটা বিশ্বের যে কোনও ক্রিকেটপ্রেমী দেশই মনে মনে চায় উইকেটকিপার যেন হয় ধোনির মতো। কিপার আবার অত ভালো ব্যাটসম্যান, একইসঙ্গে এমন গুণ কজন ক্রিকেটারের আছে! তাই ভারতীয় দলে ওঁর জায়গায় আমি বা অন্য কেউ, যে-ই সুযোগ পাক না কেন, বিরাট দায়িত্ব যে ঘাড়ে আসতে চলেছে তা সকলেই অনুভব করবে। তবে হ্যাঁ, এটাও সত্যি যে সামনে অমন একজন বিরাট মাপের ক্রিকেটারকে আদর্শ হিসেবে দেখার পর নতুন কিপার-ব্যাটসম্যানও যে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে, তাতে কোনও সন্দেহ নেই।
উল্লেখ্য, সম্প্রতি রাজস্থান রয়্যালসের হয়ে ধোনিরই টিম চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩২ বলে ৭৪ রানের ঝড় তুলে দিয়ে আলোচনার মধ্যে চলে এসেছেন সঞ্জু। ২০১৫ সালে টি-টোয়েন্টিতে ভারতীয় দলের হয়ে অভিষেকের পর তিনি মাত্র আর তিনবার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন।
ধোনির জায়গা নেওয়া মস্ত দায়িত্ব,বলছেন সঞ্জু স্যামসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Sep 2020 03:37 PM (IST)
রাজস্থান রয়্যালসের স্টার এই ক্রিকেটারকে ঘিরে আশার আলো দেখছেন অনেকেই। আইপিএলে কিপিংয়ের পাশাপাশি ঝোড়ো ব্যাটিংয়ের জন্য ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছেন তিনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -