দুবাই: প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিলেও, দ্বিতীয় ম্যাচেই লজ্জাজনক হার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। কিংস ইলেভেন পঞ্জাবের কাছে ৯৭ রানে হেরে গেল বিরাট কোহলির দল। পঞ্জাব প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২০৬ রান করে। জবাবে ১০৯ রানে অলআউট হয়ে গেল ব্যাঙ্গালোর। পঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল ১৩২ রানে অপরাজিত থাকেন। ব্যাঙ্গালোরের সব ব্যাটসম্যান মিলেও সেই রান তুলতে পারলেন না। রাহুল একাই হারিয়ে দিলেন জাতীয় দলের অধিনায়কের দলকে।


এই হারের পর বিরাট বলেছেন, ‘আমাকে এই হারের দায় নিতেই হবে। এটা আমাদের সেরা দিন ছিল না। কে এল যখন সেট হয়ে গিয়েছিল, তখন ওর দুটো ক্যাচ মিস করি। তার ফলে শেষদিকে আমরা অতিরিক্ত ৩৫-৪০ রান দিই। না হলে আমরা হয়তো ওদের ১৮০ রানের মধ্যে আটকে রাখতে পারতাম। সেক্ষেত্রে ব্যাট করতে নামার সময় আমাদের প্রথম বল থেকেই চাপে থাকতে হত না। আমাদের কোথায় ভুল হয়েছে জানি। আমি দুটো গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেছি। ক্রিকেট মাঠে মাঝে মাঝে এরকম হয়। আমাদের এটা মেনে নিতে হবে। আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে।’

এদিন নিজে তিন নম্বরে না নেমে সেই জায়গায় উইকেটকিপার-ব্যাটসম্যান জোশ ফিলিপ্পেকে নামান বিরাট। এই সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। আরসিবি অধিনায়ক বলেছেন, ‘ও পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে টপ অর্ডারে ব্যাটিং করেছে। বিগ ব্যাশ লিগেও ভাল খেলেছে। সবে দুটো ম্যাচ হয়েছে। ওর দক্ষতাকে কাজে লাগাতে হবে। আমরা বড় রান তাড়া করছিলাম। তাই মিডল অর্ডারে গভীরতা বাড়ানোর লক্ষ্যে আমি চার নম্বরে নামি। তবে এই পরিকল্পনা কাজে লাগেনি।’