নয়াদিল্লি: দোরগোড়ায় আইপিএল। আবু ধাবিতে জোরকদমে চলছে নেট প্র্যাকটিস। অন্যদিকে প্রিয় দলকে সমর্থন করতে তৈরি দর্শকরাও। আর এবার কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের জন্য রইল নতুন স্লোগান। খোদ শাহরুখ সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'তু জান লে তু কৌন হ্যায়। তু ফ্যান নেহি, তুফান হ্যায়!'

সোশ্যাল মিডিয়ায় কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে একটি পোস্টার। সেখানেই লেখা হয়েছে নতুন এই স্লোগান। পোস্টারটি নজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রিট্যুইট করে শাহরুখ লেখেন, 'কেকেআর তৈরি। পুরো মরসুম ধরে নাইটদের সমর্থন করুন।' সেইসঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, 'তু ফ্যান নেহি, তুফান হ্যায়'



আইপিএলের মরসুমে, আপাতত কলকাতা নাইট রাইডার্স ভক্তদের মুখে মুখে ঘুরছে, 'তু ফ্যান নেহি, তুফান হ্যায়!'