আবু ধাবি: চেন্নাই সুপার কিংসকে ১০ রানে চলতি আইপিএল-এ তৃতীয় জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। সেই সঙ্গে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরেও উঠে এলে দীনেশ কার্তিকের দল। ব্যাট হাতে সাফল্য না পেলেও, আজ অধিনায়ক হিসেবে সফল কার্তিক। দল জেতায় তিনি সমালোচকদের মুখ বন্ধ রাখতে পারলেন।


এই ম্যাচে কেকেআর-এর জয়ের নায়ক ওপেনার রাহুল ত্রিপাঠি। তাঁর ৫১ বলে ৮টি বাউন্ডারি ও তিনটি ছক্কার সাহায্যে করা ৮১ রানের সুবাদেই নির্দিষ্ট ২০ ওভারে ১০ উইকেটে ১৬৭ রান তুলতে সক্ষম হয় কলকাতা। রাহুল ছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান বড় স্কোর করতে সক্ষম হননি। কার্তিক করেন ১২ রান। চেন্নাইয়ের হয়ে ডোয়েন ব্র্যাভো তিনটি এবং স্যাম কারান, শার্দুল ঠাকুর ও কর্ণ শর্মা দু’টি করে উইকেট নেন।

এর আগের ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে বড় রান তাড়া করে ১০ উইকেটে জিতলেও, এদিন সুবিধা করতে পারলেন না চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। ওপেনার শেন ওয়াটসন ৫০ রান করলেও, অপর ওপেনার ফাফ দু প্লেসি করেন ১৭ রান। তিন নম্বরে নামা অম্বাতি রায়াডু ৩০, অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ১১, স্যাম কারান ১৭ রান করেন। কেদার যাদব ৭ এবং রবীন্দ্র জাডেজা ২১ রানে অপরাজিত থাকেন। ৫ উইকেটে ১৫৭ রান করেই থেমে যায় চেন্নাই। কলকাতার হয়ে একটি করে উইকেট নেন শিবম মাভি, বরুণ চক্রবর্তী, কমলেশ নাগরকোটি, সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল।

কলকাতার পরের ম্যাচ শনিবার। প্রতিপক্ষ পঞ্জাব। এই ম্যাচ শুরু ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে।