শারজা: আজ এবারের আইপিএল-এর চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। চলতি আইপিএল-এ আজই প্রথমবার শারজায় ম্যাচ হচ্ছে। তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের সঙ্গে লড়াই প্রথমবারের চ্যাম্পিয়ন রাজস্থানের। এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে চেন্নাই। অন্যদিকে, আজই প্রথম ম্যাচ খেলতে নামছে রাজস্থান।


মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনিরা বুঝিয়ে দিয়েছেন, সুরেশ রায়না ও হরভজন সিংহের না থাকার প্রভাব দলের খেলায় পড়েনি। অন্যদিকে, রাজস্থান পাচ্ছে না তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে। কারণ, অসুস্থ বাবার পাশে থাকতে নিউজিল্যান্ডে গিয়েছেন এই ইংরেজ ক্রিকেটার। তিনি আইপিএল-এর প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না বলে জানা গিয়েছে। এই ধাক্কা রাজস্থান কীভাবে সামাল দেয়, সেটাই এখন দেখার। রাজস্থান শিবিরের পক্ষে অবশ্য ভাল খবর, অধিনায়ক স্টিভ স্মিথ চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তিনি আজকের ম্যাচ খেলবেন।

প্রথম ম্যাচ দেখে বোঝা গিয়েছে, ধোনির দল এবারও যথেষ্ট শক্তিশালী। বরাবরের মতোই দলে ভারসাম্য আছে। ধোনি ছাড়াও রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, ফাফ দু প্লেসি, মুরলী বিজয়, ইমরান তাহির, শেন ওয়াটসনরা দলকে ভরসা দিচ্ছেন। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন অম্বাতি রায়াডুও।

ব্যাটিংয়ের পাশাপাশি চেন্নাইয়ের বোলিং বিভাগও যথেষ্ট শক্তিশালী। শারজার পিচে স্পিনারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা যথেষ্ট। চেন্নাই দলে আছেন তাহির, পীযূষ চাওলা, মিচেল স্যান্টনার, কর্ণ শর্মা ও জাডেজা। পেস বিভাগে আছেন দীপক চাহার, লুঙ্গি এনগিডি, জোশ হ্যাজেলউড, শার্দুল ঠাকুর ও স্যাম কারান।

রাজস্থান দলে চেন্নাইয়ের মতো তারকা সমাবেশ না থাকলেও, টি-২০ ফর্ম্যাটের উপযোগী ক্রিকেটারের সংখ্যা কম নেই। অধিনায়ক স্মিথ ছাড়াও ডেভিড মিলার, ওশেন টমাস, অ্যান্ড্রু টাই, জোফরা আর্চার, জোশ বাটলার, মনন ভোরা, অঙ্কিত রাজপুত, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, শ্রেয়স গোপাল, বরুণ অ্যারন, রবিন উথাপ্পা, জয়দেব উনাদকাট, যশস্বী জয়সোয়াল, কার্তিক ত্যাগীর মতো ক্রিকেটাররা আছেন।  ফলে আজও জমজমাট লড়াই দেখা যেতে পারে।