আবু ধাবি: আজ আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের টক্কর। খাতায়-কলমে দু’দলই বেশ শক্তিশালী। তবে এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছে রোহিত শর্মার মুম্বই। অন্যদিকে, আজই প্রথম ম্যাচ খেলতে নামছে কেকেআর। আইপিএল-এ দু’দলের সাক্ষাৎকারে মুম্বই অনেকটা এগিয়ে। তবে সংযুক্ত আরব আমিরশাহিতে এর আগে দু’দলের একবারই সাক্ষাৎ হয়েছে। সেই ম্যাচে জয় পেয়েছিল কেকেআর। আজ সেই ফলেরই পুনরাবৃত্তির আশায় দীনেশ কার্তিকের দল।

অধিনায়ক কার্তিক ছাড়াও কেকেআর-এর ভরসা দুই ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। এছাড়া ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্স, টম ব্যান্টন, কুলদীপ যাদবরাও আছেন। অন্যদিকে, মুম্বইয়ের ভরসা অধিনায়ক রোহিত, নাথান কুল্টার-নাইল, জেমস প্যাটিনসন, কুইন্টন ডি কক, হার্দিক ও ক্রুণাল পাণ্ড্য, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টরা। ফলে আজ আবু ধাবিতে জোর টক্কর দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা।

এবারের আইপিএল-এ আবু ধাবিতে এখনও পর্যন্ত একটিই ম্যাচ হয়েছে। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৬২ রান করে মুম্বই। ৫ উইকেট হারিয়ে সেই রান টপকে যায় চেন্নাই। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আজকের ম্যাচেও যে দল ১৬০-১৭০ রনা তুলতে পারবে, ভাল বোলিং করতে পারলে তারাই জয় পাবে।

কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড- শুবমান গিল, সুনীল নারাইন, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, শিবম মাভি, কমলেশ নাগরকোটি, প্রসিদ্ধ কৃষ্ণ, রাহুল ত্রিপাঠি, সিদ্ধেশ লাড, সন্দীপ ওয়ারিয়র, নিখিল নায়েক, ক্রিস গ্রিন, লকি ফার্গুসন, রিঙ্কু সিংহ, আলি খান, টম ব্যান্টন, বরুণ চক্রবর্তী ও মণিমরণ সিদ্ধার্থ।

মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পাণ্ড্য, কিয়েরন পোলার্ড, ক্রুণাল পাণ্ড্য, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, ক্রিস লিন, আদিত্য তারে, ধবল কুলকার্ণি, মিচেল ম্যাকক্লেনাঘান, নাথান কুল্টার-নাইল, জয়ন্ত যাদব, ঈশান কিষাণ, আনমলপ্রীত সিংহ, অনুকূল রায়, মহসিন খান, শেরফ্যানি রাদারফোর্ড, দিগ্বিজয় দেশমুখ ও প্রিন্স বলবন্ত রাই।