ধোনি যখন ব্যাট করতে নামেন, তখন সিএসকের প্রয়োজন ছিল শেষ চার ওভারে ৭৯ রান। সেই সমীকরণ গিয়ে দাঁড়ায় শেষ ওভারে ৩৮ রান। সেই সময় সিএসকের নেট রান রেট বাড়িয়ে নেওয়ার জন্য ধোনি তিনটি বিশাল ছক্কা মারেন। তারই একটিতে বল স্টেডিয়ামের বাইরে গিয়ে রাস্তায় পড়ে। ক্যামেরাম্যান সেই বল ফলো করেন। দেখা যায়, একজন ফ্যান সেটি কুড়িয়ে হাসি মুখে ফিরে আসছেন। সেটি অবশ্য তিনি ফিরিয়ে দেননি। একজন ধারাভাষ্যকার বলতে থাকেন, “উনি বল ফেরত দেবেন না। ধোনির এই প্রকাণ্ড ছক্কার বলটি একটি মূল্যবান সম্পদ হিসাবে আজীবন নিজের কাছে রেখে দেবেন।”
তবে ধোনি শেষবেলায় তিন ছক্কায় সমর্থকদের মন জয় করে নিলেও চেন্নাই সুপার কিংস ম্যাচটি ১৬ রানে হেরে যায়। জয়ের জন্য সিএসকের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২১৭। তারা ২০০ রানের বেশি তুলতে পারেনি। তবে হার-জিত নিয়ে সম্ভবত আদৌ ভাবিত নন, যিনি বলটি পেয়েছেন। মাঠে দর্শক নেই এমন এক অতিমারীকালীন ম্যাচে ধোনির ছক্কা মারা বল হাতে পাওয়া তো এক বিরাট ব্যাপার।