দুবাই: আজ আইপিএল-এ মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে শ্রেয়স আয়ারের লড়াই। চলতি আইপিএল-এ এটা চেন্নাইয়ের তৃতীয় ম্যাচ। অন্যদিকে, আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দিল্লি। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিলেও, দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে যায় চেন্নাই। দিল্লি অবশ্য প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই করে সুপার ওভারে কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়ে দিয়েছে। ফলে আজও দুর্দান্ত লড়াইয়ের আশা করা যেতেই পারে।


আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়েছে দিল্লি ও চেন্নাই। সংশয়াতীতভাবে এগিয়ে রয়েছে চেন্নাই। শ্রেয়সের দলের বিরুদ্ধে ১৫টি ম্যাচ জিতেছেন ধোনিরা। দিল্লির জয় মাত্র ৬টি ম্যাচে। গত মরসুমে দু’দলের তিনবার সাক্ষাৎ হয়েছিল। তার মধ্যে দু’টি ম্যাচ ছিল লিগ পর্যায়ের এবং একটি ম্যাচ দ্বিতীয় কোয়ালিফায়ারের। তিনটি ম্যাচই জিতেছিল চেন্নাই। সংযুক্ত আরব আমিরশাহিতেও দিল্লির বিরুদ্ধে পরিসংখ্যানে এগিয়ে চেন্নাই। ২০১৪ সালের আইপিএল-এ আবু ধাবির ম্যাচে ৯৩ রানে জিতেছিল ধোনির দল।

দিল্লির সঙ্গে সাক্ষাৎকারের পরিসংখ্যানেও যেমন এগিয়ে চেন্নাই, তেমনই তারা আইপিএল-এ সাফল্যের ক্ষেত্রেও অনেক এগিয়ে। এখনও পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। দিল্লি একবারও ফাইনালে উঠতে পারেনি। ১২ বছরে মাত্র চারবার সেমি-ফাইনাল বা প্লে-অফের যোগ্যতা অর্জন করেই থেমে যেতে হয়েছে দিল্লিকে।

এবার তাকানো যাক ব্যক্তিগত রেকর্ডের দিকে। দিল্লির বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩৭ গড়ে ৪৮১ রান করেছেন চেন্নাইয়ের তারকা ব্যাটসম্যান শেন ওয়াটসন। ৩৪.০৭ গড়ে ৪৭৭ রান করেছেন অম্বাতি রায়াডু। চেন্নাইয়ের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা দিল্লির বিরুদ্ধে ৩০০ রান করার পাশাপাশি ১৫টি উইকেটও নিয়েছেন।

চেন্নাইয়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩৫.৬১ গড়ে ৬৪১ রান করেছেন দিল্লির ওপেনার শিখর ধবন। তাঁর স্ট্রাইক রেট ১২২.৫৬। চেন্নাইয়ের বিরুদ্ধে ১৩টি উইকেট নিয়েছেন অমিত মিশ্র। তাঁর ইকনমি রেট ৭.০৯।