মুম্বই: আইপিএল নিলামের আগে যুবরাজ সিংহকে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নতুন করে নিলামের টেবিলে উঠতে হবে তারকা অলরাউন্ডারকে। তবে যুবরাজ সম্প্রতি খবরের শিরোনামে এসেছিলেন অন্য কারণে। কলকাতা নাইট রাইডার্স ক্রিস লিনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন যুবরাজ। এবার তাঁকে জবাব দিলেন কেকেআর-এর চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর। তিনি যুবরাজকে বলেছেন, নিলামে তোমার জন্য ঝাঁপাব বলেই লিনকে ছেড়েছি।


কেকেআরের হয়ে অনেক বিধ্বংসী ইনিংস খেলেছেন লিন। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্য নাইট ভক্তরা বলতেন, লিনস্যানিটি। সেই লিনকে আসন্ন নিলামের আগে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। দুবাইয়ে টি-টেন লিগের একটি ম্যাচে ঝোড়ো ৯১ রান করেন লিন। যে লিগে খেলছেন যুবরাজও। লিনের ইনিংস দেখে যুবরাজ বলেছিলেন, ‘আমি লিনের ব্যাটিং দেখেছি। ও কেকেআরকে অনেক ম্যাচে ভাল শুরু দিয়েছে। আমি বুঝিনি কেন ওকে রেখে দেওয়া হয়নি। আমি বলব এটা খারাপ সিদ্ধান্ত। এসআরকে-কে আমি মেসেজ করে সেটা বলবও। আজ ও অসাধারণ খেলেছে।’

মঙ্গলবার এর জবাব দিয়েছেন বেঙ্কি মাইসোর। কেকেআর কর্তা যুবরাজের উদ্দেশে টুইট করেছেন, ‘যুবি, আমরা লিনকে ছেড়েছি নিলামে তোমার জন্য ঝাঁপাব বলে।’ তারপরই একটি মজার ইমোজি দিয়েছেন মাইসোর। বেঙ্কি আরও লিখেছেন, ‘তোমাদের দুই চ্যাম্পিয়নের জন্যই অনেক ভালবাসা আর শ্রদ্ধা।’

৩৭ বছরের যুবরাজ ২০১৯ বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি আইপিএল থেকেও অবসরের কথা জানিয়েছেন। তবে প্রথমে সানরাইজার্স হায়দরাবাদ ও পরে কেকেআর তাঁকে নিয়ে আগ্রহ দেখাল। যুবরাজ তাঁর অবস্থান পাল্টান কি না, দেখার অপেক্ষায় ভক্তরা।