২৯ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২০, প্রথম ম্যাচ ওয়াংখেড়েতে
Web Desk, ABP Ananda | 31 Dec 2019 01:46 PM (IST)
প্রথম দু’টি ম্যাচে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাওয়া যাবে না।
নয়াদিল্লি: আগামী ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২০। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। তবে এই সূচিতে সন্তুষ্ট হতে পারছে না ফ্র্যাঞ্চাইজিগুলি। কারণ, প্রথম দু’টি ম্যাচে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাওয়া যাবে না। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের টি-২০ সিরিজের শেষ ম্যাচ ২৯ মার্চ। ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ৩১ মার্চ। এই সূচির বিষয়ে একটি ফ্র্যাঞ্চাইজির এক কর্তা বলেছেন, ‘আইপিএল-এর যে সূচি তৈরি করা হয়েছে, তাতে মরসুমের শুরুতে বড় খেলোয়াড়দের পাওয়া যাবে না। সেটা মোটেই আনন্দের খবর নয়। ১ এপ্রিল থেকে আইপিএল শুরু হলে ভাল হত। আশা করি আইপিএল গভর্নিং কাউন্সিল আমাদের কথা ভেবে দেখবে এবং সূচিতে বদল আনবে।’