নয়াদিল্লি: এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচিত হলেন ঋষভ পন্থ। ভারত-ইংল্যান্ড সিরিজে কাঁধে চোট পাওয়ায় অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে শ্রেয়স আয়ারকে। ফলে এবারের আইপিএল-এ তিনি খেলতে পারবেন না। সেই কারণেই পন্থকে অধিনায়ক নির্বাচিত করা হল। ২৩ বছর বয়সি এই উইকেটকিপার ও বাঁ হাতি ব্যাটসম্যান এর আগে দিল্লি রাজ্য দলকে নেতৃত্ব দিয়েছেন। এবার আইপিএল-এ অধিনায়ক হিসেবে তাঁর অভিষেক হতে চলেছে।
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত পন্থ। তিনি বলেছেন, ‘দিল্লিতেই আমি বেড়ে উঠেছি। এখানেই ৬ বছর আগে আইপিএল-এ আমার যাত্রা শুরু হয়। এই দলকে নেতৃত্ব দেওয়া আমার স্বপ্ন ছিল। আজ আমার সেই স্বপ্নপূরণ হল। আমাদের দলের কর্ণধারের কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা আমাকে এই ভূমিকা পালন করার যোগ্য বলে মনে করেছেন। অসাধারণ কোচিং স্টাফ, সিনিয়র খেলোয়াড়রা থাকায় সুবিধা হবে। দিল্লি ক্যাপিটালসের হয়ে আমার সেরাটা দেওয়ার জন্য আর তর সইছে না।’
দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং বলেছেন, ‘শ্রেয়সের নেতৃত্বে গত দুই মরসুম অবিশ্বাস্য ছিল। ফল দেখলেই সেটা বোঝা যায়। এবার তরুণ ঋষভের সামনে দুর্দান্ত সুযোগ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দারুণ পারফরম্যান্সের পর ও আইপিএল-এ খেলতে নামছে। ফলে নতুন ভূমিকা পালন করার জন্য ও আত্মবিশ্বাস পাবে। ওর সামনে এখন অনেক দায়িত্ব। কোচিং গ্রুপ ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছে।’
শ্রেয়স বলেছেন, ‘আমি কাঁধে চোট পাওয়ার পর এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের একজন নেতা দরকার ছিল। আমার কোনও সন্দেহ ছিল না, ঋষভই এই দায়িত্ব পালন করার জন্য সেরা ব্যক্তি। ওর জন্য আমার শুভেচ্ছা রইল। দলকে প্রচণ্ড মিস করব। তবে সবসময় দলের জন্য গলা ফাটাব।’
এবারের আইপিএল শুরু হচ্ছে ৯ এপ্রিল। পরের দিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস।