চেন্নাই: আইপিএল শুরু হতে আর মাত্র দুদিন বাকি। মাঠে নামার জন্য আর তর সইছে না ডেভিড ওয়ার্নারের। জানিয়ে দিলেন, সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলার জন্য কতটা উদগ্রীব হয়ে রয়েছেন তিনি।


বিশ্বের সমস্ত বোলারদের ত্রাস মনে করা হয় ওয়ার্নারকে। আইপিএলেও অনবদ্য রেকর্ড। চারটি সেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট? ১৪১.৫৪। অর্থাৎ, প্রত্যেক একশো বলে প্রায় ১৪২ রান করেন তিনি। সেই ওয়ার্নার মাঠে নামার জন্য ছটফট করছেন, কোনও বোলারই সেটা শুনে খুব একটা খুশি হবেন না।



১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ম্যাচ খেলে আইপিএলে তাদের অভিযান শুরু করছে সানরাইজার্স হায়দরাবাদ। তার আগে চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন ওয়ার্নার। আপাতত রয়েছেন নিভৃতবাসে। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের নতুন কিট কেমন, সকলকে তা দেখিয়েছেন ওয়ার্নার। লিখেছেন, 'এইমাত্র নতুন কিট পেলাম। আমার তর সইছে না এটা পরে মাঠে নামতে। প্যাকেট থেকে বার করে পরেই ফেললাম। চেন্নাইয়ে আমাদের প্রথম ম্যাচের আগে কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে মাঠে প্রস্তুতিতে যোগ দিতে উদগ্রীব হয়ে রয়েছি।'


ওয়ার্নারের সেই ভিডিও দেখে সানরাইজার্স হায়দরাবাদের সেরা স্পিনার রশিদ খান লিখেছেন, 'শীঘ্রই দেখা হচ্ছে।'


অস্ট্রেলিয়া থেকে শুক্রবার সরাসরি চেন্নাইয়ে এসে হায়দরাবাদ শিবিরে যোগ দিয়েছেন ওয়ার্নার। এর পর ক্লান্তি কাটাতে লম্বা সময় ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে তিনি মজাও করেন। নিয়মানুযায়ী ৭ দিন তাঁকে হোটেলের ঘরে কোয়ারেন্টিনে থাকতে হবে। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন ওয়ার্নার। তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘খুব খুব ঘুমিয়েছিলাম আমি। এই মাত্র ঘুম থেকে উঠলাম। এবার ৬-৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তার জন্য কিছু পরিকল্পনা দরকার। প্লিজ আমাকে আইডিয়া লিখে পাঠান। হতে পারে সেই আইডিয়া খুব বোকা বোকা, অথবা খুব মজার। কোনও নেটফ্লিক্সের শো-ও হতে পারে সেটা। যা কিছু হোক, প্লিজ আইডিয়া শেয়ার করুন।'


আইপিএল শুরু হওয়ার আগে বেশ ফুরফুরে মেজাজে হায়দরাবাদ অধিনায়ক।