কলকাতা: চতুর্দশ আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হল রবিবার। টুর্নামেন্ট শুরু হবে ৯ এপ্রিল। প্রায় দু বছর পর দেশের মাটিতে ফিরতে চলেছে আইপিএল। গতবার করোনা পরিস্থিতিতে টুর্নামেন্ট করা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। এবার খেলা হবে ছয় শহরে। রবিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে জানানো হয়েছে, খেলা হবে কলকাতা, বেঙ্গালুরু, আমদাবাদ, চেন্নাই, দিল্লি ও মুম্বইয়ে। ৯ এপ্রিল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে চেন্নাইয়ে। সেই ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। অর্থাৎ প্রথমদিনই রোহিত শর্মা বনাম বিরাট কোহলি দ্বৈরথ।


প্লে-অফ এবং ফাইনাল হবে আমদাবাদে নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ৩০ মে হবে চতুর্দশ আইপিএলের ফাইনাল।


আইপিএলের পূর্ণাঙ্গ সূচি:


৯ এপ্রিল    এমআই বনাম আরসিবি      চেন্নাই, রাত ৭.৩০


১০ এপ্রিল  সিএসকে বনাম ডিসি  মুম্বই, রাত ৭.৩০


১১ এপ্রিল   এসআরএইচ বনাম কেকেআর    চেন্নাই, রাত ৭.৩০


১২ এপ্রিল  আরআর বনাম পিকে মুম্বই, রাত ৭.৩০


১৩ এপ্রিল  কেকেআর বনাম এমআই   চেন্নাই, রাত ৭.৩০


১৪ এপ্রিল  এসআরএইচ বনাম আরসিবি       চেন্নাই, রাত ৭.৩০


১৫ এপ্রিল  আরআর বনাম ডিসি  মুম্বই, রাত ৭.৩০


১৬ এপ্রিল  পিকে বনাম সিএসকে মুম্বই, রাত ৭.৩০


১৭ এপ্রিল  এমআই বনাম এসআরএইচ চেন্নাই, রাত ৭.৩০


১৮ এপ্রিল  আরসিবি বনাম কেকেআর  চেন্নাই, বিকেল ৩.৩০


১৮ এপ্রিল  ডিসি বনাম পিকে       মুম্বই, রাত ৭.৩০


১৯ এপ্রিল  সিএসকে বনাম আরআর    মুম্বই, রাত ৭.৩০


২০ এপ্রিল  ডিসি বনাম এমআই    চেন্নাই, রাত ৭.৩০


২১ এপ্রিল  পিকে বনাম এসআরএইচ    চেন্নাই, দুপুর ৩.৩০


২১ এপ্রিল  কেকেআর বনাম সিএসকে  মুম্বই, রাত ৭.৩০


২২ এপ্রিল  আরসিবি বনাম আরআর     মুম্বই, রাত ৭.৩০


২৩ এপ্রিল পিকে বনাম এমআই   চেন্নাই, রাত ৭.৩০


২৪ এপ্রিল  আরআর বনাম কেকেআর  মুম্বই, রাত ৭.৩০


২৫ এপ্রিল সিএসকে বনাম আরসিবি    মুম্বই, দুপুর ৩.৩০


২৫ এপ্রিল এসআরএইচ বনাম ডিসি     চেন্নাই, রাত ৭.৩০


২৬ এপ্রিল পিকে বনাম কেকেআর       আমদাবাদ, রাত ৭.৩০


২৭ এপ্রিল  ডিসি বনাম আরসিবি  আমদাবাদ, রাত ৭.৩০


২৮ এপ্রিল সিএসকে বনাম এসআরএইচ       দিল্লি, রাত ৭.৩০


২৯ এপ্রিল  এমআই বনাম আরআর      দিল্লি, দুপুর ৩.৩০


২৯ এপ্রিল  ডিসি বনাম কেকেআর        আমদাবাদ, রাত ৭.৩০


৩০ এপ্রিল পিকে বনাম আরসিবি আমদাবাদ, রাত ৭.৩০


১ মে এমআই বনাম সিএসকে      দিল্লি, রাত ৭.৩০


২ মে আরআর বনাম এসআরএইচ       দিল্লি, দুপুর ৩.৩০


২ মে পিকে বনাম ডিসি       আমদাবাদ, রাত ৭.৩০


৩ মে কেকেআর বনাম আরসিবি  আমদাবাদ, রাত ৭.৩০


৪ মে এমআরএইচ বনাম এমআই দিল্লি, রাত ৭.৩০


৫ মে আরআর বনাম সিএসকে    দিল্লি, রাত ৭.৩০


৬ মে        আরসিবি বনাম পিকে আমদাবাদ, রাত ৭.৩০


৭ মে এসআরএইচ বনাম সিএসকে       দিল্লি, রাত ৭.৩০


৮ মে কেকেআর বনাম ডিসি        আমদাবাদ, দুপুর ৩.৩০


৮ মে আরআর বনাম এমআই      দিল্লি, রাত ৭.৩০


৯ মে সিএসকে বনাম পিকে বেঙ্গালুরু, দুপুর ৩.৩০


৯ মে আরসিবি বনাম এসআরএইচ       কলকাতা, রাত ৭.৩০


১০ মে       এমআই বনাম কেকেআর   দিল্লি, রাত ৭.৩০


১১ মে       ডিসি বনাম আরআর  কলকাতা, রাত ৭.৩০


১২ মে       সিএসকে বনাম কেকেআর  বেঙ্গালুরু, রাত ৭.৩০


১৩ মে       এমআই বনাম পিকে   বেঙ্গালুরু, দুপুর ৩.৩০


১৩ মে       এসআরএইচ বনাম আরআর       কলকাতা, রাত ৭.৩০


১৪ মে       আরসিবি বনাম ডিসি  কলকাতা, রাত ৭.৩০


১৫ মে       কেকেআর বনাম পিকে       বেঙ্গালুরু, রাত ৭.৩০


১৬ মে      আরআর বনাম আরসিবি     কলকাতা, দুপুর ৩.৩০


১৬ মে      সিএসকে বনাম এমআই      বেঙ্গালুরু, রাত ৭.৩০


১৭ মে       ডিসি বনাম এসআরএইচ     কলকাতা, রাত ৭.৩০


১৮ মে       কেকেআর বনাম আরআর  বেঙ্গালুরু, রাত ৭.৩০


১৯ মে       এসআরএইচ বনাম পিকে    বেঙ্গালুরু, রাত ৭.৩০


২০ মে      আরসিবি বনাম এমআই      কলকাতা, রাত ৭.৩০


২১ মে       কেকেআর বনাম এসআরএইচ    বেঙ্গালুরু, দুপুর ৩.৩০


২১ মে       ডিসি বনাম সিএসকে  কলকাতা, রাত ৭.৩০


২২ মে      পিকে বনাম আরআর বেঙ্গালুরু, রাত ৭.৩০


২৩ মে      এমআই বনাম ডিসি    কলকাতা, দুপুর ৩.৩০


২৩ মে      আরসিবি বনাম সিএসকে    কলকাতা, রাত ৭.৩০


২৫ মে      কোয়ালিফায়ার ১        আমদাবাদ, রাত ৭.৩০


২৬ মে      এলিমিনেটর      আমদাবাদ রাত ৭.৩০


২৮ মে      কোয়ালিফায়ার ২ আমদাবাদ       রাত ৭.৩০


৩০ মে      ফাইনাল    আমদাবাদ রাত ৭.৩০