ব্যাঙ্গালোর: আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। আঙুলে চোটের জন্য সেপ্টম্বরের ১৯ তারিখ থেকে শুরু হতে চলা আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বে পাওয়া যাবে না এই তরুণ অলরাউন্ডারকে। তিনি আরসিবির হয়ে খেলেন। তাঁর বদলি হিসেবে আরসিবি শিবিরে জায়গা করে নিয়েছেন বাংলার মিডিয়াম পেসার আকাশ দীপ।  


ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ শুরুর আগেই চোট পেয়েছিলেন ওয়াশংটন সুন্দর। প্রস্তুতি ম্যাচ খেলার সময় মহম্মদ সিরাজের একটি বল আচমকা তাঁর আঙুলে লাগে। এরপরই এক্স রে করা হয়। আর দেখা যায় যে আঙুলের হাড়ে চিড় ধরেছে। উল্লেখ্য, ২০১৮ মরসুম থেকে আরসিবিতে খেলে আসছেন ওয়াশিংটন।


রয্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর আঙুলে চোটের জন্য ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। বাংলার পেস বোলার ও ফ্র্যাঞ্চাইজির নেট বোলার আকাশ দীপকে সুন্দরের বিকল্প হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে আরসিবিতে।' 


২৪ বছরের আকাশ দীপ বাংলার নির্ভরযোগ্য পেসার। ২০১৯ সালে টি-টোয়েন্টিতে প্রথমবার অভিষেক হয়েছিল ঘরোয়া ক্রিকেটে। গত বছর রাজস্থান রয়্যালসের হয়ে নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছিলেন। প্রথমবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাওয়ার পর আকাশ দীপ বলেন, 'আগের বছর রাজস্থান ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছি। বিশ্বসেরা ক্রিকেটারদের থেকে অনেক কিছু শিখেছি। তবে আমার পছন্দের দল ছিল আরসিবি সবসময়। আমি এই দলের হয়ে খেলতেও চেয়েছিলাম। সেদিক থেকে বলতে গেলে স্বপ্ন সত্যি হওয়ার মত আমার কাছে।' এখনও পর্যন্ত ২১ উইকেট নিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে হায়দরাবাদের বিরুদ্ধে ৩৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন আকাশ দীপ। সেটাই কুড়ির ফর্ম্যাটে তাঁর সেরা পারফরম্যান্স। নেট বোলার থেকে এবার আইপিএলের মঞ্চ। নিজেকে মেলে ধরতে মরিয়া তরুণ এই পেসার।