দুবাই: চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তার আগেই দলের সঙ্গে যোগ দিলেন মুম্বইয়ের মেন্টর সিচন তেন্ডুলকর। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে সচিনকে মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা স্বাগত জানাচ্ছেন ক্যাম্পে। সেখানে সচিন বলছেন যে তিনি কতটা উত্তেজিত ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরতে।
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি ভিডিও ট্যুইট করে তার সঙ্গে লেখা হয়েছে যে, 'মেন্টর, আইকন, কিংবদন্তী সচিন তেন্ডুলকর মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাম্পে যোগ দিলেন আবুধাবিতে।' উল্লেখ্য, গত সপ্তাহেই আমিরশাহিতে পৌঁছে গিয়েছিলেন সচিন। এরপরই কোয়ারেন্টিনে ছিলেন তিনি। দ্বিতীয় পর্বের আইপিএল শুরুর আগেই মুম্বই দলের মেন্টরের উপস্থিতি অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে রোহিতদের। গত ফেব্রুয়ারিতে নিলামে সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকরকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। বাবার মেন্টরশিপে সুযোগ পেলে ছেলে কেমন পারফর্ম করেন, সেদিকেই নজর থাকবে সবার।
এখনও কোভিড আতঙ্ক যায়নি। কিন্তু তবুও যাবতীয় নিয়মাবিধি মেনে নির্দিষ্ট সংখ্যক দর্শক মাঠে ঢোকার অনুমতি মিলেছে। ২০১৯ সালের পর এই প্রথম আইপিএলে মাঠে দর্শক দেখা যাবে। গত বছরও আমিরশাহিতে আইপিএল আয়োজন হলেও সেখানে দর্শক মাঠে ঢোকার অনুমতি ছিল না।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে গত বছরের রানার্স আপ দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের নেতৃত্বে নিজেদের প্রথম আইপিএল খেতাব এবার জিততে মরিয়া তারা। যদিও পয়েন্ট টেবিলে পরের তিনটি স্থানেই আছে চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।