মুম্বই: এবারের আইপিএল-এর জন্য নতুন জার্সি প্রকাশ্যে আনল মুম্বই ইন্ডিয়ান্স। আজ আইপিএল-এর সফলতম ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে নতুন জার্সি প্রকাশ করা হয়েছে। নীল রঙের এই জার্সি প্রকাশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা এই ভিডিও দেখে উচ্ছ্বসিত। তাঁদের আশা, প্রিয় দল পরপর তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হবে।


আইপিএল-এর শুরু থেকেই নীল রঙের জার্সি পরে খেলছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে প্রথম দুই মরসুমে জার্সির রং ছিল হাল্কা নীল। ২০১০ থেকে গাঢ় নীল রঙের জার্সি পরেই খেলছেন এই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা। জার্সি বদল করার ফল মিলেছে হাতেনাতে। ২০১০ সালে প্রথমবার আইপিএল-এর ফাইনালে ওঠে মুম্বই ইন্ডিয়ান্স। সেবার খেতাব জিততে না পারলেও, পরবর্তী সময়ে এই দলটাই আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে। পাঁচবার আইপিএল জিতেছেন রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্যরা। এবারও খেতাব জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন তাঁরা।



আজ মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘নতুন জার্সি মহাবিশ্বের পাঁচটি মূল উপাদান-মাটি, জল, আগুন, বাতাস ও আকাশের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।’


২০১৯ ও ২০২০ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন রোহিতরা। এবারও খেতাব জিততে পারলে তাঁরা বিরল নজির গড়বেন। এখনও পর্যন্ত কোনও ফ্র্যাঞ্চাইজি পরপর তিনবার আইপিএল জিততে পারেনি। রোহিতদের সামনে এবার সেই সুযোগ রয়েছে। গত বছরের ফর্ম ধরে রাখতে পারলে তাঁদের পক্ষে এবারও খেতাব জেতা খুব একটা কঠিন হবে না বলেই মনে করছে ক্রিকেটমহল।


পাঁচবারেরর আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই প্রথমবার খেতাব জেতে ২০১৩ সালে। এরপর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হন রোহিতরা। এর আগে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস প্রথম দল হিসেবে পরপর দু’বার চ্যাম্পিয়ন হয়েছিল। সেই নজির স্পর্শ করেছে মুম্বই। এবার চেন্নাইকে ছাপিয়ে যাওয়ার সুযোগ মুম্বইয়ের সামনে। এবারের আইপিএল শুরু ৯ এপ্রিল। প্রথম দিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে মুম্বই।