আমিরশাহি: আইপিএলের দ্বিতীয় পর্বে খেলতে সব দলই পৌঁছে গিয়েছে আমিরশাহিতে। সেখানে গিয়ে প্রস্তুতি সারছে প্রত্যেক শিবির। দিল্লি ক্যাপিটালস সেই দলগুলোর মধ্যে একটি দল যারা অনেক আগে থেকেই আমিরশাহিতে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে। তবে শুধু প্রস্তুতিতে মগ্ন থাকাই নয়। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা মানসিকভাবে চাঙ্গা থাকতে বিভিন্নরকম কার্যকলাপও করছেন আমিরশাহিতে।


দিল্লি ক্যাপিটালসের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও শেয়ার করেছে তামিল অভিনেতা বিজয় থালাপতির ফ্যান ক্লাব। সেখানে দেখা যাচ্ছে যে অভিনেতার জনপ্রিয় ছবি মাষ্টারের একটি গান বাথি কামিংয়ে ড্যান্স ফ্লোর মাতাচ্ছেন শ্রেয়স আইয়ার ও তাঁর সতীর্থরা। 


 






 


মাস্টার ছবি বিজয় থালাপতির একটি জনপ্রিয় গান। সেই গানে এর আগেও বিভিন্ন সময় ভারতীয় ক্রিকেটারদের নাচতে দেখা গিয়েছে। সেই তালিকায় ছিলেন, শিখর ধবন, রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্থ, স্টিভ স্মিথ, অজিঙ্ক রাহানে ও ক্রিস ওকসকে। এছাড়াও সানরাইজার্সের ভুবনেশ্বর কুমার, ডেভিড ওয়ার্নার ও রশিদ খানকেও এই গানে নাচতে দেখা গিয়েছে। বেশ জনপ্রিয় এই গানটি। 


উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। শ্রেয়স আইয়ার ফিরে এলেও হয়ত আমিরশাহিতেও দিল্লির নেতৃত্বে দেখা যাবে ঋষভ পন্থকে। গৌতম গম্ভীরের পরে ২০১৮ সালে শ্রেয়স আইয়ারের হাতে নেতৃত্বের ভার তুলে দিয়েছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। তারপরেই আইয়ারের নেতৃত্বে আইপিএলে ব্যর্থতার ছবি কাটিয়ে ঘুরে দাঁড়ায় দল। সেই বছরেই ৬ বছর পর প্রথমবার প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে দিল্লি। এরপরে ২০২০ সালের আইপিএলে ফাইনালেও পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। তবে ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাজয় স্বীকার করতে হয়। ২০২১ সালেও শ্রেয়স আইয়ারই অধিনায়ক ছিল। তবে কাঁধে চোট তাঁকে আইপিএল থেকে ছিটকে দিয়েছিল। শ্রেয়সের পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় ঋষভ পন্থের হাতে।