মুম্বই: সোনু সুদ (Sonu Sood)। এই নামটা যাঁরা সিনেমা জগত সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নন, তাঁরাও জানেন। তিনি মানুষটাই যে এমন। পর্দায় তাঁকে আমরা যতই খারাপ চরিত্রে দেখি না কেন, সেটা যে কেবল অভিনয় মাত্র, তা তাঁর সমাজসেবা মূলক কাজ কর্মে বারবার প্রকাশ পেয়েছে। দেশজুড়ে মারণ ভাইরাস করোনা (Coronavirus) আছড়ে পড়ার সময় থেকে এখনও পর্যন্ত হাজার হাজার মানুষের সাহায্য করে চলেছেন তিনি, নিঃস্বার্থভাবে। ভারতবাসীর কাছে তিনি এখন 'মসিহা'। সাধারণ মানুষ তাঁকে ঈশ্বরের আসনে বসিয়েছেন।
টিনসেল টাউনের বিখ্যাত 'ছেদি সিং' একদিনে বিখ্যাত হননি। তিনি নিজের কর্মজীবন শুরু করেন মডেলিং দিয়ে। সেরকম বেশ কিছু পুরনো ছবি তিনি প্রায়ই নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করতেন। এই যেমন শনিবার তিনি আবারও একটা থ্রোব্যাক ছবি পোস্ট করেছেন। তাতে মজার ক্যাপশনও দিয়েছেন।
নিজের সোশাল মিডিয়ায় 'প্রথম প্রফেশনাল ফটোশ্যুট'-এর ছবি শেয়ার করেছেন তিনি। ৪৮ বছরের অভিনেতা মজা করে ক্যাপশনে লেখেন, 'প্রথম "প্রফেশনাল" পোর্টফোলিও থেকে একটা ঐতিহাসিক ছবি। আর আমি নাকি ভেবেছিলাম এর থেকে ভাল ছবি আর হতেই পারে না। আমার মাথা যে ছবির পিছনে ওই বাল্ব ছাড়া লাইটস্ট্যান্ডটার মতো কাজ করছিল, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।'
ছবির কমেন্টে সোনু সুদের রসবোধের প্রশংসায় ভরে যায়। তাঁর পুরনো ছবির প্রশংসাও নেহাত কম হয়নি। বিখ্যাত কোরিওগ্রাফার ফারাহ খান কমেন্ট করেন, 'এই ছবিটা এপিক!' এক অনুরাগীর মন্তব্য, 'ওল্ড ইজ গোল্ড!'