হায়দরাবাদ: আইপিএলে অভিষেক হচ্ছে ব্রায়ান লারার (Brian Lara)। ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলেননি ত্রিনিদাদের রাজপুত্র। তবে আইপিএলে (ipl) কোচ হিসেবে এবার নতুন যাত্রা শুরু করতে চলেছেন ব্রায়ান লারা। আসন্ন মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে প্রাক্তন এই ক্যারিবিয়ান তারকাকে। 


সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ প্রাক্তন প্রোটিয়া পেসার ডেল স্টেইন। স্পিন বোলারদের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মুত্থাইয়া মুরলিথরনকে। দলের মূল কোচ টম মুডি। ফিল্ডিং কোচ করা হয়েছে হেমাঙ্গ বাদানিকে। উল্লেখ্য, আসন্ন আইপিএলের নিলামের আগেই দল ছেড়েছেন ডেভিড ওয়ার্নার। দল ছাড়ার সম্ভাবনা রয়েছে রশিদ খানেরও। ২০১৬ সালে আইপিএল চ্য়াম্পিয়ন হয়েছিল সানরাইজার্স। 


করোনার ধাক্কায় ২০২০ সালের আইপিএল (IPL) হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০২১ সালের আইপিএল ভারতে আয়োজিত হলেও মাঝপথেই তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বেশ কয়েকটি দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সংক্রমিত হয়ে পড়েছিলেন টুর্নামেন্ট চলাকালীনই। পরে সেই আইপিএলের বাকি ম্যাচ হয় সংযুক্ত আরব আমিরশাহিতে।


এমনকী, করোনার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আয়োজিত হয় সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান মিলিয়ে। যদিও আয়োজক দেশ ছিল ভারতই। পরের আইপিএল কী হবে? টুর্নামেন্ট কি ভারতে আয়োজিত হবে? নাকি কোনও ঝুঁকি না নিয়ে ফের একবার মরুদেশে টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসর বসাবে ভারতীয় ক্রিকেট বোর্ড?


২০২২ সালের আইপিএল ভারতে করার বিষয়ে আশাবাদী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি বলেছেন, ‘আমি মনে করি, আমরা খারাপ সময় পেরিয়ে গিয়েছি। আশা করি, আমরা পরের বছর ভারতে আইপিএলের আয়োজন করতে পারব। কারণ এটি ভারতেরই টুর্নামেন্ট এবং এটি যখন ভারতে খেলা হয়, তখন এর পরিবেশ একেবারে আলাদা হয়। ভারতে এখন আন্তর্জাতিক সিরিজ হচ্ছে তো। আমরা নিউজিল্যান্ড সিরিজ আয়োজন করেছি। আমরা নিজেরাও দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজ রয়েছে। তাই আমি মনে করি, সবচেয়ে খারাপ সময়টা পার করে এসেছি। আইপিএল ভারতেই আয়োজন করার ব্যাপারে আমি আশাবাদী।’