মুম্বই: আইপিএলে নতুন দুটো দল আসতে চলেছে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। নতুন দল কেনার দৌড়ে এগিয়ে লখনউ ও আমদাবাদ। আইপিএলের আসন্ন মরসুমে আরও দুটো দল দেখা যাবে টুর্নামেন্টে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে নাম জমা দেওয়ার জন্য। 


বিসিসিআই সূত্র মারফৎ জানা গিয়েছে যে, দল নেওয়ার ব্যাপারে দৌড়ে রয়েছে লখনউ ও আমদাবাদ। সেখানকার বিশ্বমানের স্টেডিয়ামের জন্যই দৌড়ে এগিয়ে রয়েছে এই দুটো স্টেডিয়াম। সূত্রের খবর, গোয়াঙ্কা গ্রুপ ও আদিত্য বিড়লা গ্রুপ লখনউয়ের দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সেখানে আদানি গ্রুপ আমদাবাদের দলের জন্য বিড নিতে চলেছে। 


যদিও এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মরসুমে গুয়াহাটি থেকে নতুন কোনও দল আসতে পারে বলে যে জল্পনা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়েছিল বিসিসিআই। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গুয়াহাটি থেকে নতুন কোনও দল আসছে না। অন্য কোনও শহর থেকে নতুন দল আসতে পারে।


বিসিসিআই সূত্রে খবর, এ বছরের ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় আইপিএল-এর আগামী মরসুমে নতুন দু’টি দল নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। আমদাবাদ থেকে নতুন একটি দল নেওয়া প্রায় চূড়ান্তই ছিল। অপর একটি দলের দৌড়ে গুয়াহাটিও ছিল। কিন্তু বিসিসিআই জানিয়ে দিল, গুয়াহাটি থেকে কোনও দল আইপিএল-এ যুক্ত হচ্ছে না। ফলে দৌড় থেকে ছিটকে গেল উত্তর-পূর্ব ভারতের এই শহর। এ বিষয়ে এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, এই মুহূর্তে আইপিএল-এ গুয়াহাটি থেকে একটি দলকে সুযোগ দেওয়া সম্ভব নয়। বিসিসিআই আইপিএল-এর আগামী মরসুমে দু’টি নতুন দলকে সুযোগ দিতে চায়। তার মধ্যে একটি দল আমদাবাদ থেকে আসতে পারে। অন্য কোনও শহর থেকে আর একটি দলকে সুযোগ দেওয়া হতে পারে।


এদিকে আইপিএলে মাঠে ফিরতে চলেছে দর্শক। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের সব ম্যাচেই গ্যালারিতে দেখা যাবে দর্শককে।