নয়াদিল্লি: আর মাত্র চারদিনের অপেক্ষা। ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M52 5G। আগামী ১৯ সেপ্টেম্বর ই-কমার্স সাইট অ্যামাজনে(Amazon) দেখা যাবে এই ফোন। ইতিমধ্যেই ফোনের টিজার ছেড়েছে অনলাইন বিজনেস পোর্টাল।


গত বছর মিডরেঞ্জে সেগমেন্টে Galaxy M51 এনেছিল Samsung। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে Samsung Galaxy M52 5G-র নাম। ইতিমধ্যেই অ্যামাজনে মনস্টার ডিসপ্লে হিসাবে ফোনের প্রচার শুরু করেছে এই ই-কমার্স সাইট। ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ছাড়াও রয়েছে ১২০ হার্টজের রিফ্রেস রেট।ফলে গেমারদের ফ্রেম ড্রপের চিন্তা কমেছে এই ফোনে। 


Samsung Galaxy M52 5G-এর লঞ্চের তারিখ
অ্যামাজনে  ‘The new Galaxy M'বলে টিজার এনেছে কোম্পানি।তবে এর ছবির ফাইল নেমে স্পষ্ট “SamsungGalaxy M52 5G Mob” লেখা রয়েছে। যা থেকে বোঝাই যাচ্ছে, ১৯ সেপ্টেম্বর Samsung Galaxy M52 5G আসতে চলেছে। ফোন আগের থেকে অনেক বেশি স্লিম হবে বলে দাবি করা হয়েছে সাইটে। নতুন ডিভাইসে ফ্ল্যাগসিপ প্রসেসর দেওয়ার দাবি করেছে কোম্পানি। শোনা যাচ্ছে, এ ছাড়াও ফোনে ১১ ব্যান্ডের 5G সাপোর্ট থাকবে।


Samsung Galaxy M52 5G-র সম্ভাব্য স্পেসিফিকেশন
এখনও ফোন নিয়ে স্পেকস প্রকাশ্যে আনেনি Samsung। তবে টেক সাইটগুলোর মতে, ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে স্যামসাং। Android 11-এ চলবে এই ফোন। নতুন মডেলে ১২০ হার্টজের রিফ্রেস রেট দিয়েছে কোম্পানি। ফোনে থাকছে Qualcomm Snapdragon 778G প্রসেসর। ৬জিবি ৮জিবি RAM অপশনের পাশাপাশি ১২৮ জিবির অনবোর্ড স্টোরেজ থাকবে ফোনে। অন্তত তেমনই বলা হচ্ছে টেক ব্লগারদের তরফে। 


Samsung Galaxy M52 5G-র ক্যামেরা কেমন হবে ?
ফোনে সম্ভাব্য তিনটে রেয়ার ক্যামেরা দিয়েছে কোম্পানি।যার মধ্যে প্রাইমারি সেন্সর রয়েছে ৬৪ মেগাপিক্সেলের। এ ছাড়াও ফোনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ম্যাক্রো শ্যুটার হিসাবে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের সেন্সর। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।     


আরও পড়ুন : Xiaomi Smart Glasses: ফোন করা যাবে-তোলা যাবে ছবি, আসছে Xiaomi Smart Glass


আরও পড়ুন : Apple Watch Series 7: আগের থেকে বড় ডিসপ্লে, Apple Watch Series 7 লঞ্চ করল কোম্পানি