মুম্বই : মঙ্গলেই বাজছে আইপিএল (IPL) ডঙ্কা। পরের মাসে হতে চলেছে আইপিএল ২০২২-র (IPL 2022) মেগা নিলাম। তার আগে এদিন (৩০ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিরা ঘোষণা করতে চলেছে তাদের রিটেনশন লিস্ট (Retention List)। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, পুরনো আট ফ্র্যাঞ্চাইজি চারজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। সর্বোচ্চ তিনজন ভারতীয় ও দু'জন বিদেশি খেলোয়াড়কে ফ্র্যাঞ্চাইজিগুলো রাখতে পারবে রিটেনশন তথা ধরে রাখার তালিকায়।


কোন কোন ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিরা রিটেন করছে তথা ধরে রাখছে তার সরকারি তালিকা মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে জমা পড়ে গিয়েছে। এবার শুধু অপেক্ষা পর্দা সরার। রাত সাড়ে ৯টা থেকে আসমুদ্রহিমাচলের ক্রিকেটপ্রেমীরা যে তালিকা সরাসরি চাক্ষুষ করতে পারবেন। স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি যে রিটেনশন লিস্টের ব্রডকাস্ট করা হবে। পাশাপাশি অনলাইনে ডিজনি প্লাস হটস্টারে হবে সরাসরি স্ট্রিম।


ঠিক কোন কোন ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজিরা ধরে রাখতে পারে তা নিয়ে ইতিমধ্যে জল্পনার পারদ চড়েছে তুঙ্গে। বেশ কিছু ক্রিকেট সূত্রের দাবি, বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলকে ধরে রাখছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদবকে ধরে রাখছে মুম্বই ইন্ডিয়ান্স। মহেন্দ্র সিংহ ধোনি ও রবীন্দ্র জাদেজাকে ধরে রাখতে চলেছে চেন্নাই সুপার কিংস বলেও খবর। কেন উইলিয়ামসনকে সানরাইজার্স হায়দরাবাদ ধরে রাখছে বলেও খবর। কলকাতা নাইট রাইডার্স কোন ক্রিকেটারদের রাখছে তা নিয়ে অবশ্য কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। তেমনই অস্পষ্টতা বা ধোঁয়াশা রেখেছে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোও। তবে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরই জানা যাবে কোন কোন খেলোয়াড়কে ধরে রাখল ফ্র্যাঞ্চাইজিগুলি।






ঝলকে কখন-কোথায় রিটেনশন-



  • ৩০ নভেম্বর, সরাসরি রাত ৯ টা ৩০ মিনিট থেকে

  • স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি ব্রডকাস্ট।

  • ডিজনি প্লাস হটস্টারে সরাসরি অনলাইন স্ট্রিম।


আরও পড়ুন - নিলামের আগেই লখনউয়ের মোটা অঙ্কের প্রস্তাব রাহুল, রশিদকে