নয়াদিল্লি: আইপিএলে দল বদল করতে পারেন শ্রেয়স আইয়ার। অন্তত সূত্রের খবর তেমনই। আগামী মরসুম থেকে আরও ২ টো নতুন দল খেলতে নামবে আইপিএলে। এছাড়াও আসন্ন মরসুম শুরুর আগে মেগা নিলাম রয়েছে। তাই নতুন দলে খেলা থেকে শুরু করে নতুন দলের অধিনায়ক হওয়ার সুযোগও রয়েছে শ্রেয়সের সামনে। আর তাই সেই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না এই তরুণ ব্য়াটার।


এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন শ্রেয়স। ২০১৫ সালের নিলামে প্রায় ২.৬ কোটি টাকায় শ্রেয়সকে দলে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। এরপর ২০১৮ সালের নিলামে শ্রেয়সকে ধরে রেখেছিল দিল্লি। এবং ২০১৮ সালে দিল্লির ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দেওয়া হয় শ্রেয়সের কাঁধে। ২০১৯ সালে শ্রেয়সের নেতৃত্বেই আইপিএলের প্লে অফে পৌঁছেছিল দিল্লি। এরপর ২০২০ সালে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিল দিল্লি। গত আইপিএল শুরুর আগে কাঁধের চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। এরপর ঋষভ পন্থের কাঁধে সেই দায়িত্ব দেওয়া হয়। ২০২১ সালে পন্থের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস আইপিএলের প্লে অফে উঠেছিল। এর থেকে একটা বিষয় পরিষ্কার যে হয়ত পন্থের ওপরই থাকবে দিল্লির নেতৃত্বভার। এই বিষয়ে শ্রেয়স বলেন, 'এটি ফ্র্যাঞ্চাইজি থেকে সিদ্ধান্ত নেওয়ার অংশ বা তারা যে সিদ্ধান্ত নিয়েছে, আমি এই সত্যটাকে সম্মান করি এবং ঋষভ মরসুমের শুরু থেকে দলকে ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে এবং তারা ভেবেছিল যে তাঁকে মরসুমের শেষ পর্যন্ত দলকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া উচিত এবং আমি সম্পূর্ণরূপে সেই সিদ্ধান্তকে সম্মান করি।'


আগামী মরসুমেই যোগ দিচ্ছে দুই নতুন ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ আইপিএল ২০২২-এ খেলবে ১০টি দল। মোট ৭৪টি ম্যাচ খেলা হবে। যার মধ্যে প্রত্যেকটি দল ৭টি করে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে। ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেক গ্রুপে থাকবে ৫টি করে দল।


আরও পড়ুন: কাল কিউয়িদের বিরুদ্ধে ভারতীয় একাদশে এই বদল চাইছেন গাওস্কর