Dilip Ghosh : সন্ত্রাসের পরিবেশে শান্তিতে ভোট নিয়ে চিন্তায়, আশঙ্কা প্রকাশ দিলীপের

WB Bypoll Election 2021 : সন্ত্রাসের পরিবেশে শান্তিতে ভোট নিয়ে চিন্তায়। আশঙ্কা প্রকাশ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

Continues below advertisement

কলকাতা : আগেও বলেছিলেন, আবারও বললেন। কোচবিহারের দিনহাটায় উপনির্বাচনের প্রচারে গিয়ে দিলীপ ঘোষ বুধবার বলেন, ভয় দেখিয়ে ভোট করার চেষ্টা চলছে। শনিবার উপনির্বাচনের দিন ফের বললেন, যেভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছিল, চিন্তায় আছি কতটা শান্তিতে ভোট হবে। 

তবু একপ্রকার জোর গলাতেই দাবি করলেন, জেতার জন্য লড়ছি ! আগেও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, 'সাধারণ মানুষের ওপর তৃণমূলের বিশ্বাস নেই, মানুষও তৃণমূলকে বিশ্বাস করে না। তাই ভয় দেখিয়ে ভোট করার চেষ্টা চলছে। ' আজও দিলেন শুরুতে বললেন এমনটাই। 

Continues below advertisement

বুধাবার প্রচারে গিয়ে দিলীপ ঘোষ রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, ' স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ভাঁওতাবাজি করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর পরিবার ও ক্লাবগুলোকে টাকা দিতেই সব শেষ। বেসরকারি হাসপাতালগুলো টাকা পাচ্ছে না। ' 

আরও পড়ুন : ভোটের কয়েক ঘণ্টা আগে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার গোসাবায়

আজ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত। 

কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রে লড়াই ত্রিমুখী। তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। তাঁর প্রতিপক্ষ বিজেপির অশোক মণ্ডল ও ফরওয়ার্ড ব্লকের আব্দুর রউফ। উপনির্বাচনে এখানে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। দিনহাটা কেন্দ্রের জন্য মোতায়েন করা হয়েছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

উত্তর ২৪ পরগনার খড়দা বিধানসভা কেন্দ্রেও ত্রিমুখী লড়াই হচ্ছে। তৃণমূলের হয়ে লড়ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এখানে বিজেপির প্রার্থী হয়েছেন জয় সাহা।সিপিএমের হয়ে লড়াই করছেন দেবজ্যোতি দাস। খড়দা কেন্দ্রের জন্য ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 

দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রেও আজ উপনির্বাচন হচ্ছে। ত্রিমুখী লড়াইয়ে আছেন তৃণমূলের সুব্রত মণ্ডল, বিজেপির প্রার্থী পলাশ রানা। আরএসপি প্রার্থী করেছে অনিলচন্দ্র মণ্ডলকে। গোসাবা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে একমাত্র নদিয়ার শান্তিপুরেও চতুর্মুখী লড়াই হচ্ছে। তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী, বিজেপির হয়ে লড়ছেন নিরঞ্জন বিশ্বাস। কংগ্রেস প্রার্থী করেছে রাজু পালকে। সিপিএমের প্রার্থী সৌমেন মাহাতো। শান্তিপুর কেন্দ্রের জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola