আমদাবাদ: রবিবার, ২৮ মে আইপিএলের (IPL 2023) ফাইনাল। ট্রফির লড়াইয়ের একদিকে চেন্নাই সুপার কিংস (CSK)। অন্যদিকে কারা থাকবে, শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্স ম্যাচে তা নির্ধারিত হয়ে যাবে। কারা চ্যাম্পিয়ন হবে, ঠিক হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে।
তবে ওইদিন আমদাবাদে আরও একটি ম্যাচ হবে। আইপিএল ফাইনালের মতোই হাড্ডাহাড্ডি। রুদ্ধশ্বাস। যে ম্যাচে নির্ধারিত হতে পারে একটি টুর্নামেন্টের ভবিষ্যৎ।
এশিয়া কাপ (Asia Cup) শেষ পর্যন্ত কোথায় হবে, ২৮ মে আইপিএল ফাইনালের দিনই তা নির্ধারিত হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ, আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রিত হিসাবে আসছেন শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের মতো এশিয়া কাপের প্রতিযোগী দেশের প্রতিনিধিরা।
এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু রাজনৈতিক ও কূটনৈতিক কারণে পাক ভূমে ম্যাচ খেলতে যাবে না টিম ইন্ডিয়া। পাকিস্তান বোর্ড বিকল্প হিসাবে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে। যেখানে বলা হয়েছে, পাকিস্তানের মাটিতে বাকি দেশ তাদের ম্য়াচ খেলবে। ভারতের ম্যাচগুলি শুধু হবে নিরপেক্ষ কোনও কেন্দ্রে। যা হতে পারে মরুদেশে। সংযুক্ত আরব আমিরশাহিতে। কিন্তু ভারতীয় বোর্ডের সে ব্যাপারে আপত্তি রয়েছে। সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরশাহিতে ম্য়াচ খেলার ব্যাপারে আপত্তি রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।
আইপিএল ফাইনালের দিন এ ব্যাপারে শ্রীলঙ্কা, বাংলাদেশ-সহ অন্যান্য বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিকরা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ বলেছেন, 'বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টরা ২৮ মে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনাল দেখতে আসছেন। ২০২৩ সালের এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা হবে।'
এ বারের এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজম শেট্টি একটি হাইব্রিড মডেলের প্রস্তাব রেখেছিলেন। তাতে ভারত তাদের ম্যাচগুলি খেলবে নিরপেক্ষ স্টেডিয়ামে আর বাকি দলগুলোর খেলা হবে পাকিস্তানে। যদিও ভারতের দাবি পুরো টুর্নামেন্টই নিরপেক্ষ ভেন্যুতে হোক। একাধিক বার এশিয়া কাপের কেন্দ্র নিয়ে আলোচনা হয়েছে। ফল মেলেনি। এবার দেখার এশিয়া কাপ কোথায় আয়োজিত হয়। চলতি বছরের ১-১৭ সেপ্টেম্বর এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে। এ বছরই ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেই হবে এশিয়া কাপ।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ পিয়ালি, দৃষ্টিশক্তি সামান্য ফিরলেও ফ্রস্ট বাইট নিয়েই উদ্বেগ