সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা :  ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২। হাওড়া থেকে গ্রেফতার হয়েছে সাকিল খান। অন্যদিকে, বীরভূমের মুরারই থেকে গ্রেফতার হয়েছে জামশেদ আনসারি। 


পুলিশ সূত্রে খবর, আগে ২ জনকে আটক করে পুলিশ।  তাঁদের মধ্যে থেকে ১ জন গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার করা হয়েছে আরও ১ জনকে। পুলিশের দাবি, ‘কী কারণে খুন এখনও জানা যায়নি, তদন্ত চলছে’। পুলিশেরদাবি, ‘ধৃত ২ জন ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। একটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে’


বুধবার বিকেলে ব্য়ারাকপুরে আনন্দপুরীতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্য়ু হয় ২৭ বছরের তরতাজা যুবকের। ব্য়ারাকপুর পুরসভার চেয়ারম্য়ানের দাবি, দুষ্কৃতীদের মধ্য়ে একজন কামারহাটির বাসিন্দা, আর বাকি ৪ জনই ঝাড়খণ্ডের। তিনি আরও দাবি করেন, 'ধৃতকে জেরা করে বাকিদের খোঁজার চেষ্টা করা হচ্ছে। ইকর্মাস সংস্থা মাধ্যমে উলুবেড়িয়া ও কলকাতা থেকে ২টি বাইক কেনে দুষ্কৃতীরা। দলটির আরও কয়েকটি অপরাধ সংগঠিত করার পরিকল্পনা ছিল। সূত্রের খবর, পুলিশের থেকে বাঁচতে মাথা ন্যাড়া করে গা ঢাকা দিয়েছিল সানি। ' 


বুধবার মাত্র এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের অপারেশন! এক লহমায় শেষ ২৭ বছরের একটা তরতাজা প্রাণ! ব্য়ারাকপুরে ভরা বাজারের মধ্য়ে, ভরসন্ধেয় এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠছেন সবাই। 


ব্য়ারাকপুরে সোনার দোকানে ঢুকে, ব্য়বসায়ীর ছেলেকে গুলি করে খুনের ঘটনায় প্রশ্নের মুখে রাজ্য়ের আইনশৃঙ্খলা। আর এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকারই সাংসদ, তৃণমূল নেতা অর্জুন সিংহ।  তিনি বললেন, ' ব্যারাকপুরে জেল থেকে তোলাবাজি-চক্র চলছে। ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা অর্জুন সিংহের। ব্যারাকপুরের সাংসদের অভিযোগ, জেল থেকে ফোন করে তোলাবাজি করা হচ্ছে। আগে ব্যারাকপুরে তোলাবাজি না থাকলেও ইদানিং তা বেড়ে গিয়েছে। অর্জুনের দাবি, পুলিশ তাঁর নিরাপত্তা তুলে নিয়ে ব্যারাকপুরের নিরাপত্তা সুনিশ্চিত করুক। ' 

অন্যদিকে, ব্যারাকপুরে শ্যুটআউটকাণ্ডে নতুন থিওরি দিলেন  সৌগত রায়। 'শিল্পাঞ্চলে কারখানা বন্ধ হলেই তরুণরা কর্মহীন হয়ে অপরাধের দিকে ধাবিত হয়। ব্যারাকপুর চটকল নির্ভর, কারখানা বন্ধ হলেই এসব হবে। অন্য জায়গায় তো এত অপরাধ হয় না। জুটমিলে উৎপাদন কমলেই এক শ্রেণির চাকরি যায়', দাবি দমদমের তৃণমূল সাংসদের। 


আরও পড়ুন :


শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা