চেন্নাই: গত আইপিএলে (IPL 2023) দশ দলের মধ্যে নবম স্থান পেয়েছিল চেন্নাই সুপার কিংস (CSK)। সেই দলই এবার পৌঁছে গিয়েছে ফাইনালে। প্রথম কোয়ালিফায়ারে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে হারিয়ে দিয়েছে সিএসকে। মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) সামনে পঞ্চম আইপিএল খেতাব জয়ের হাতছানি।
গতবার যে দল পয়েন্ট টেবিলে কার্যত তলানিতে ছিল, কোন মন্ত্রে সেই সিএসকে এবার মাঠে ফুল ফোটাচ্ছে? কারণ ব্যাখ্যা করেছেন রুতুরাজ গায়কোয়াড়। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে রুতুরাজ জানিয়েছেন, আইপিএল শুরুর আগে চিপকের প্রাক মরসুম প্রস্তুতি শিবিরেই লুকিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংসের সাফল্যের বীজ।
রুতুরাজ বলেছেন, 'প্রস্তুতি শিবিরটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল কারণ, চেন্নাইয়ে নতুন পিচ প্রস্তুত করা হয়েছিল। কেউই বুঝতে পারছিল না উইকেট কীরকম আচরণ করবে। কখনও কখনও পাটা পিচে খেললে শট নির্বাচন বা প্রতিপক্ষ দলকে নিয়ে খুব বেশি ভাবনাচিন্তা না করলেও চলে।' যোগ করেন, 'চেন্নাইয়ে পরিস্থিতি আলাদা। পিচ অনুযায়ী খেলা পাল্টাতে হয়। নির্দিষ্ট দিনে পিচ কেমন আচরণ করছে, সেই অনুযায়ী খেলার ধরন পাল্টাতে হয়। এখানকার পিচ কখনও ব্যাটিং সহায়ক হয়, কখনও আবার মন্থর। প্রাক মরসুম প্রস্তুতি শিবির আমাকে এবং দলের সকলকে খুব সাহায্য় করেছে। তুষার (দেশপাণ্ডে) যেমন প্রথম দিন থেকে প্রস্তুতি শিবিরে ছিল। সব তরুণরা ছিল।'
রুতুরাজ নিজে এই মরসুমের আগে চিপকে কোনও আইপিএল ম্যাচ খেলেননি। আইপিএলে তাঁর অভিষেকের পরই করোনার প্রাদুর্ভাব। যে কারণে ঘরের মাঠে খেলার সুযোগ হারিয়েছিল সিএসকে। তবে স্বাভাবপিক পরিস্থিতি ফেরায় ফের চিপকে নামছে সিএসকে। রুতুরাজও তাঁর বেশ কয়েকজন সতীর্থের সঙ্গে প্রথমবার এই মাঠে আইপিএল খেলছেন। যে মাঠের পিচ ও পরিবেশ-পরিস্থিতির পূর্বাভাস তাঁরা পেয়ে গিয়েছিলেন প্রাক মরসুম প্রস্তুতি শিবিরে।
রুতুরাজের মতে, দলে সকলের ভূমিকা স্পষ্ট করে দেওয়া হয়েছিল শুরুতেই। বলেছেন, 'গত মরসুমে আমরা প্লে অফের যোগ্যতা না পাওয়ার পর থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। কয়েকটা ব্যাপারে উন্নতি করতে হতোই। এবার প্রথম ম্যাচ থেকেই আমরা জানি কার কী দায়িত্ব। কারা খেলবে আর কারা খেলবে না, পূর্বনির্ধারিত থাকত। সম্ভাব্য একাদশের পাশাপাশি ত্রয়োদশ ও চতুর্দশ ক্রিকেটার কে হবে, সেটাও নির্ধারণ করাই থাকত।'