চেন্নাই : পরপর দুই ম্যাচে অর্ধশতরান। রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) সঙ্গে দুরন্ত সঙ্গত ওপেনার ডেভন কনওয়ের (Devon Conway)। শেষপর্বে আম্বাতি রায়াডু ও মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) ঝোড়ো ব্যাটিং। সবমিলিয়ে ২১৭ রানের বড় স্কোর খাড়া করল চেন্নাই সুপার কিংস। মার্ক উড (Mark Wood) ও রবি বিষ্ণোই (Ravi Bishoi) নিয়েছেন তিনটি করে উইকেট। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাঁচটি ও চেন্নাইয়ের বিরুদ্ধে ৩ টি উইকেট নিয়ে ২ ম্যাচে ৮ উইকেট নিয়ে আপাতত পার্পল ক্যাপ তথা প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার শীর্ষে ব্রিটিশ বোলার উড।


দিল্লি ম্যাচে শুরু থেকেই উড দুরন্ত বোলিং করলেও চিদম্বরম স্টেডিয়ামে ঘরের মাঠে দুরন্ত শুরু করেন চেন্নাইয়ের ওপেনাররা। গুজরাত ম্যাচের ফর লখনউয়ের বিরুদ্ধেও অর্ধশতরান হাঁকান রুতুরাজ গায়কোয়াড়। ৩১ বলে ৩ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রুতুরাজ। তাঁর ওপেনিং সঙ্গী কনওয়েও (২৯ বলে ৪৭ রান) দুরন্ত সঙ্গত দেন। ওপেনিং জুটিতে ঝোড়ো ১০০ রানের বেশি পার্টনারশিপ জোড়েন তাঁরা। রুতুরাজকে ফিরিয়ে চেন্নাই শিবিরে প্রথম ধাক্কা দেন বিষ্ণোই (৩ /২৮)। কেরিয়ারের শততম আইপিএল ম্যাচে দুরন্ত ক্যাচ নিয়ে যার কিছুটা পরই কনওয়েকে সাজঘরের পথ ধরান ক্রুণাল পাণ্ড্য।


দুই ওপেনার ফিরে গেলেও তাঁদের তৈরি করে দেওয়া ভীতের ওপর রানের গতি আরও বাড়াতে থাকেন চেন্নাইয়ের ব্যাটাররা। শিবম দুবে (১৬ বলে ২৭ রান) ও মইন আলি (১৩ বলে ১৯ রান) রান তোলার ধারা বজায় রেখেছিলেন। যদিও প্রথম ম্যাচের পরে এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বেন স্টোকস (৮)। রবীন্দ্র জাদেজাও (৩) এদিন ব্যর্থ হন। যদিও আম্বাতি রায়াডুর ঝোড়ো ব্যাটিং ও শেষলগ্নে ধোনি-ধামাকায় ২০০ রানের গণ্ডি টপকে যায় সিএসকে। রায়াডু ২ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ১৪ বলে অপরাজিত ২৭ রানের ইনিংস খেলেন। আর মার্ক উডের শেষ ওভারে নেমে চিদম্বরম মাতিয়ে দেন ধোনি। তিনি যদিও ক্রিজে ছিলেন মাত্র তিন বলই। তবে তাঁর মধ্যে প্রথম দুটো বলে দুটো ওভার বাউন্ডারি হাঁকান মাহি। ৩ বলে ১২ রানের ইনিংসের পথে আইপিএল কেরিয়ারে ৫ হাজার গণ্ডিও টপকে যান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রানের বড় স্কোর খাড়া করে সিএসকে। 


আরও পড়ুন- গোটা আইপিএলেই থেকে নাম তুলে নিচ্ছেন শাকিব ? ধাক্কা কেকেআর শিবিরে