চেন্নাই: আইপিএল (IPL 2023) একেবারে 'বিজনেস এন্ডে' পৌঁছে গিয়েছে। জমে উঠেছে প্লে-অফের লড়াই। এখনও পর্যন্ত খাতায় কলমে প্লে-অফের দৌড়ে দশটি দলই রয়েছে বটে, তবে বুধবার (১০ মে) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে হেরে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্লে-অফে পৌঁছনোর আশা কার্যত শেষ। অপরদিকে, দিল্লির বিরুদ্ধে জয়ের সুবাদে সিএসকে প্লে-অফে এক পা বাড়িয়েই রাখল।


বুধবার চিপকে দিল্লি ক্যাপিটালসকে ২৭ রানে পরাজিত করে সিএসকে। এই জয়ের সুবাদে সিএসকের ১২ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট হয়ে গেল। লিগ তালিকায় গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের পরে দ্বিতীয় স্থানে নিজেদের জায়গা ধরে রাখল মহেন্দ্র সিংহ ধোনির হলুদ ব্রিগেড। তাঁদের নেট রান রেট ০.৪৯৩। দিল্লি ক্যাপিটালস সেখানে ১১ ম্যাচে মাত্র চারটি জয়ের সুবাদে আট পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। প্লে-অফে পৌঁছতে তাঁদের নিজেদের বাকি সবকয়টি ম্যাচ তো জিততে হবেই, পাশাপাশি অন্যদের ফলাফলের দিকেও নজর রাখতে হবে। আপাতত লিগ তালিকার বিচারে ডেভিড ওয়ার্নাররা লাস্টবয়। 


দিল্লির মতোই সানরাইজার্সের দখলেও আট পয়েন্ট রয়েছে। অবশ্য ক্যাপিটালসের থেকে এক ম্যাচ কম খেলেছে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স আরসিবিকে হারিয়ে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এসেছে। পলন্টদের দখলে আপাতত ছয় জয়ের সুবাদে মোট ১২ পয়েন্ট রয়েছে। তবে তাঁদের নেট রান রেট ঋণাত্মক। ১১ ম্যাচ পরে রোহিতদের নেট রান রেট -০.২৫৫। আপাতত প্লে-অফের শেষ জায়গা অর্থাৎ চতুর্থ স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। ১১ ম্যাচে পাঁচটি জয়, পাঁচটি হার ও এক ম্যাচ অমীমাংসিত শেষ হওয়ায় তাঁদের দখলে ১১ পয়েন্ট রয়েছে। 


লখনউয়ের পরে চার দলের দখলে সমান সংখ্যক ১০ পয়েন্ট রয়েছে, সকলে সমানসংখ্যক ১১ ম্যাচটিও খেলেছে। এই চারটি দল হল রাজস্থান রয়্যালস,  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। চারটি দলের নেট রান রেট যথাক্রমে ০.৩৮৮, -০.০৭৯, -০.৩৪৫ ও -০.৪৪১। এই নেট রান রেটে বিচারেই চার থেকে আটে নম্বরে যথাক্রমে রাজস্থান, কেকেআর, আরসিবি ও পাঞ্জাব রয়েছে। আজ রাজস্থানের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কেকেআর। এই ম্যাচ যে দল জিতবে তাঁদের সামনে কিন্তু লখনউকে পিছনে ফেলে লিগ তালিকায় প্রথম চারে প্রবেশ করার হাতছানি রয়েছে।


আরও পড়ুন: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?