চেন্নাই: প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ব্য়াটিংকে ছারখার করে দিয়েছিলেন গতির আগুনে। এবার কি মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) বিরুদ্ধেও জ্বলে উঠবেন মার্ক উড (Mark Wood)? লখনউ সুপার জায়ান্টসের পেসারের বিরুদ্ধে কি ঘুরে দাঁড়াতে পারবে ধোনির 'ড্যাড'স আর্মি'?


আজ, সোমবার ঘরের মাঠ চিপকে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারলেও, ধোনিদের স্বস্তি দেবে রুতুরাজ গায়কোয়াড়ের ফর্ম। যিনি ভাল বলও বাউন্ডারিতে পাঠাতে পারেন। গুজরাত বোলিংকে কোণঠাসা করে দিয়েছিলেন আগ্রাসী ব্যাটিংয়ে। মার্ক উড-আবেশ খানদের কাজটা তাই সহজ হবে না। যদিও দলের মিডল অর্ডার ব্যাটিং নিয়ে চিন্তিত সিএসকে কোচ। স্টিফেন ফ্লেমিং গুজরাত ম্যাচের পর বলেছিলেন, গায়কোয়াড়ের দাপটে ১২ ওভারে ১১৪/৩ স্কোরে থাকা দল শেষ ৮ ওভারে মাত্র ৬৪ রান যোগ করেছিল। যা একেবারেই সন্তোষজনক ছিল না।


তবে চেন্নাইয়ের পক্ষে সুখবর হচ্ছে, দীর্ঘদিন পর ঘরের মাঠে নামছেন ধোনিরা। যেখানে দুরন্ত রেকর্ড সিএসকে-র। ঘরের মাঠে ৫৬টি ম্যাচের মধ্যে ৪০টিতে জিতেছেন ধোনিরা। চিপকে ভাল ব্য়াটিং করেছে সিএসকে। স্পিনাররাও ছড়ি ঘুরিয়েছেন। যেখানে লখনউয়ের বেশিরভাগ ক্রিকেটার এই মাঠে ম্যাচই খেলেননি। শনিবার কঠিন পিচেও ১৬টি ছক্কা মেরেছিলেন সিএসকে ব্যাটাররা। লখনউ বোলারদের বিরুদ্ধেও সিএসকে-র বিগহিটাররা বড় শট খেলতে মরিয়া থাকবেন।


রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ সমাপ্ত হয়েছে। সেই ম্যাচের পর সরাসরি চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন কুইন্টন ডি'কক। দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার দলে যোগ দেওয়া মানে, কে এল রাহুলদের ব্যাটিং অনেক বেশি সমৃদ্ধ হবে। তবে সোমবারের ম্যাচে ডি'ককের না খেলার সম্ভাবনাই বেশি। লখনউ শিবির অবশ্য তাতে যে মুষড়ে পড়বে, সেরকম খবর নেই। বরং তাদের স্বস্তি দেবে কাইল মেয়ার্সের ফর্ম। যিনি প্রথম ম্যাচে ৩৮ বলে বিধ্বংসী ৭৩ রান করেছিলেন।


সিএসকে-ও এই ম্যাচে পাবে না দক্ষিণ আফ্রিকার সিসান্দা মাগালাকে। পাশাপাশি শ্রীলঙ্কার দুই ক্রিকেটার মহেশ তিকশানা ও মাথিশা পাথিরানাকেও পাবেন না ধোনিরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রথম তিন ম্যাচে নেই দুই ক্রিকেটার। 


প্রথম ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহারে লেটার মার্কস পেয়েছেন রাহুলরা। ১৯.৫ ওভারে আয়ূষ বাদোনি আউট হওয়ার পর কে গৌতমকে নামিয়েছিল লখনউ। যিনি একমাত্র বলে ছক্কা মেরেছিলেন। তারপর শিশিরের মধ্যেও ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৩ রান খরচ করেছিলেন তিনি। সোমবারও গৌতমকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করতে পারে লখনউ। দিল্লির বিরুদ্ধে ৩ ওভারে ৩৯ রান খরচ করা জয়দেব উনাদকটের পরিবর্তে বাড়তি স্পিনারও খেলাতে পারে লখনউ।


অন্যদিকে, সিএসকে আগের ম্যাচে তুষার দেশপাণ্ডেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে আনলেও ৩.২ ওভারে ৫১ রান খরচ করেছিলেন তিনি। বিকল্প বোলার কে হতে পারেন? তিকশানা ও পাথি৮রানা না থাকায় হাতে পড়ে রয়েছেন শুধু সিমরজিৎ সিংহ। ইমরপ্যাক্ট প্লেয়ার নির্বাচনে কি কোনও চমক দিতে পারেন ধোনি?


আরও পড়ুন: বিরাট, ডু প্লেসির অর্ধশতরান, মুম্বইয়ের বিরুদ্ধে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল আরসিবি