বেঙ্গালুরুঃ ঘরের মাঠে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল আরসিবি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৮ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল ফাফ ডু প্লেসির দল। ১৭২ রান তাড়া করতে নেমে ১৬.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল আরসিবি। ব্যাট হাতে অপরাজিত ৮২ রানের ইনিংস খেললেন বিরাট। ৭৩ রান করেন ফাফ ডু প্লেসি। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান বিরাট। অন্যদিকে ফাফ তাঁর ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান।
মুম্বই বোলারররা এদিন কেউই প্রভাব ফেলতে পারলেন না প্রথম ম্যাচে। জোফ্রা আর্চারকে নিয়ে আশা ছিল। কিন্তু নিজের ৪ ওভারে ৩৩ রান খরচ করলেও কোনো উইকেট তুলতে পারেননি ইংল্যান্ডের এই তারকা পেসার। ১টি করে উইকেট নেন আর্শাদ খান ও ক্যামেরন গ্রিন।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। বল হাতে প্রথম স্পেলটি দারুণ করেন মহম্মদ সিরাজ। নিজের প্রথম ৩ ওভারে মাত্র ৫ রান খরচ করেছিলেন। সেখানেই চাপে পড়ে যায় মুম্বই শিবির। ব্যক্তিগত ১০ রানের মাথায় সিরাজের বলে আউট হন ঈশান কিষাণ। রোহিতকে ফেরার বাংলার আকাশদীপ। ১০ বলে ১ রান করে আকাশের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন হিটম্যান। ১৬ বলে ১৫ রান করে ফেরেন সূর্যকুমার। একদিকে পরপর উইকেট পরছে যখন উল্টোদিকে তিলক ভার্মা ক্রিজে সেট হচ্ছিলেন। লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন।
৪৬ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তিলক। ইনিংসের শেষ বলে হেলিকপ্টার শটের মাধ্যমে ছক্কা হাঁকান তিলক। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকালেন তিলক। লোয়ার অর্ডারে নেহাল ওয়াধেরা ২১ রান করেন।
আরসিবি বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার এদিন করণ শর্মা। তিনি ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন সিরাজ, হর্ষল, আকাশদীপ, রিস টোপলে ও ব্রেসওয়েল।
হার হায়দরাবাদের
রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে প্রথম নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে এবারের আইপিএলের শুরুতেই কিছুটা বিপাকে পড়ে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। দুশোর ওপর রান বোর্ডে তুলে দিয়েছিল রাজস্থান। সেই চাপ সামলাতে পারল না হায়দরাবাদ। ২০৪ রান তাড়া করতে নেমে মাত্র রানে ১৩৮ রানই বোর্ডে তুলতে পারল অরেঞ্জ আর্মিরা।