CSK vs MI Live: মুম্বই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে হারাল ধোনির চেন্নাই
IPL 2023: চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের দুই সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (MI vs CSK)।
৪২ বলে ৪৪ রান করে ফিরলেন ডেভন কনওয়ে। ১৭.৪ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল চেন্নাই।
জয়ের মুখে চেন্নাই। ১৫ ওভারের শেষে স্কোর ১২৩/৩। ৩৭ বলে ৪০ রান করে অপরাজিত ডেভন কনওয়ে।
আউট হয়ে গেলেন রুতুরাজ গাইকোয়াড। সাত ওভারের শেষে চেন্নাই ৬৪/ ১। ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহাণে ও দেভন কনওয়ে।
২ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর বিনা উইকেটে ১৬ রান।
৫১ বলে ৬৪ রান করে লড়াই একমাত্র নেহাল ওয়াধেরার। চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ১৩৯/৮।
২২ বলে ২৬ রান করে রবীন্দ্র জাডেজার বলে বোল্ড সূর্যকুমার যাদব। ১৬ ওভারের শেষে মুম্বই ১০৬/৪।
১০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৬৪/৩। ক্রিজে সূর্যকুমার যাদব ও নেহাল ওয়াধেরা।
শুরুতেই মুম্বই শিবিরে ধাক্কা চেন্নাইয়ের। তুষার দেশপাণ্ডের বলে ফিরলেন ক্যামেরন গ্রিন (৬)। দীপক চাহার পরপর তুলে নিলেন ঈশান কিষাণ (৭) ও রোহিত শর্মা (০)-কে। ৪ ওভারের শেষে মুম্বই ১৯/৩।
চোটের জন্য খেলছেন না তিলক বর্মা। জানালোন রোহিত শর্মা। অপরিবর্তিত দল খেলাচ্ছে চেন্নাই।
প্রেক্ষাপট
চেন্নাই: আজ আইপিএলের (IPL 2023) 'এল ক্লাসিকো'। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের দুই সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (MI vs CSK)। নিজেদের গত দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছেন রোহিতের নেতৃত্বাধীন পল্টনরা। অপরদিকে, পরপর দুইটি হার ও একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ফর্ম কিন্তু সিএসকের সঙ্গে নেই। তবে এই দুই দল মাঠে নামলে কখনই মনোরঞ্জনের অভাব হয় না। মুম্বই এই ম্যাচ জিতলেই এক ধাক্কায় ছয় নম্বর থেকে লিগ তালিকায় দুইয়ে উঠে যাবে। অপরদিকে, সিএসকের সামনেও এই ম্যাচ জিতে লিগ তালিকায় দুই নম্বরে উঠে আসার হাতছানি রয়েছে। তাই এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।
দুই দলের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। পল্টনরা হলুদ ব্রিগেডের বিরুদ্ধে ২০টি ম্যাচ জিতেছে, সিএসকে জিতেছে ১৫টি ম্যাচ। চিপকের স্টেডিয়ামেও কিন্তু সিএসকের বিরুদ্ধে এগিয়ে মুম্বই। ২০০৮ ও ২০১০ সালে সিএসকে পল্টনদের চিপকে হারিয়েছিল। তবে তারপর নাগাড়ে পাঁচটি ম্যাচ জিতেছে মুম্বই।
পরিবেশ
সমর্থকদের জন্য দুঃসংবাদ। এই ম্যাচে দফায় দফায় বরুণদেব বিঘ্ন ঘটাতে পারেন। ম্যাচের শুরুরদিকে ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, খেলা যত এগবে ততই বাড়বে বৃষ্টির সম্ভাবনা। ম্যাচের শেষের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। ম্যাচের গোটা সময়ই আকাশ কিন্তু মেঘলা থাকবে। তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে মনে করা হচ্ছে।
নজরে পাথিরানা
দীর্ঘদিন মুম্বইয়ের জার্সিতে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন লাসিথ মালিঙ্গা। চেন্নাই সুপার কিংসের হয়ে এ মরসুমে বল হাতে সকলেরই নজর কাড়ছেন মাথিশা পাথিরানা, যার বোলিং অ্যাকশন আবার অবিকল মালিঙ্গার মতো। সেই কারণেই তাঁকে 'বেবি মালিঙ্গা' বলেও ডাকা হয়। টুর্নামেন্টেই ইতিমধ্যেই ছয় ম্য়াচে সাতটি উইকেট নিয়ে ফেলেছেন পাথিরানা। তবে কোনও একজন ক্রিকেটারকে অত্যাধিক প্রাধান্য দিতে নারাজ মুম্বই তারকা ঈশান কিষাণ।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আজকের দিনে তো প্রচুর প্রযুক্তি রয়েছে। ওর বোলিংয়েরও অনেক ভিডিও রয়েছে। আমরা নিশ্চিতভাবেই ওর বোলিংয়ের ভিডিও দেখব। ও নতুন বলে কী পরিকল্পনায় বোলিং করছে, সেটা বোঝার চেষ্টা করব। তবে দিনের শেষে আমরা তো আর একজনের ওপর অতিরিক্ত ফোকাস করতে পারি না। ও বল ভাল করলে সম্মান জানাতেই হবে। কিন্তু ইতিবাচক মনোভাব নিয়ে আমাদের ব্যাটটা করতে হবে, যাতে ওর খারাপ বলগুলিকে আমরা কাজে লাগাতে পারি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -