নয়াদিল্লি: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না দিল্লি ক্য়াপিটালসের। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটিও ম্যাচ জেতেনি ডেভিড ওয়ার্নারের দল। টানা ৫ ম্য়াচ খেলে ৫ ম্য়াচেই হারতে হয়েছে তাঁদের। এরমধ্যে আবার আরসিবির বিরুদ্ধে ম্যাচ খেলে ফেরার সময় বিমানবন্দর থেকে খোয়া গেল দলের প্লেয়ারদের কিট ব্য়াগ, প্যাড, গ্লাভস, ব্যাট সহ নানা ক্রিকেটীয় সরঞ্জাম। রবিবার দিল্লি বিমানবন্দরে নামার পরে এই ঘটনা টের পাওয়া যায়। সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করা হয়েছে।


দিল্লি দলের সূত্র মারফৎ জানা গিয়েছে যে মোট ১৬টি ব্য়াট চুরি হয়েছে। তিনটি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের, দু’টি মিচেল মার্শের, তিনটি ফিল সল্টের এবং পাঁচটি যশ ধূলের। কিটব্যাগ হাতে পাওয়ার পরই ক্রিকেটাররা বুঝতে পারেন যে তাঁদের ব্য়াট খোয়া গিয়েছে। জানা গিয়েছে, বিদেশি ক্রিকেটারদের এক-একটি ব্যাটের দাম প্রায় এক লাখ টাকার কাছাকাছি। দলের সূত্র জানিয়েছে, ''প্রত্যেকেই নিজেদের কিট ব্যাগ পাওয়ার পর বুঝতে পারে চুরি হয়েছে। ওরা আরও অবাক হয়ে যায় এটা জানতে পেরে যে প্রায় সবারই কিছু না কিছু খোয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে লজিস্টিক্স বিভাগ, পুলিশ এবং বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তদন্ত চলছে।''


কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আগামীকাল টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে দিল্লি। প্রথম জয়ের খোঁজে রয়েছে ওয়ার্নার বাহিনী। তার আগে অনুশীলনে কোনওরকমে ব্য়াট জোগার করে সবাই প্রস্তুতি সেরেছে। তবে এই ঘটনা কেন ঘটল, তা কেউই বুঝে উঠতে পারছেন না। 


আইপিএলে গড়াপেটার ছায়া


জুয়ারির ফোন মহম্মদ সিরাজকে।  ডানহাতি এই পেসার আরসিবি দলের নিয়মিত সদস্য। প্রতি ম্যাচেই প্রথম একাদশে খেলেন তিনি। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, হায়দরাবাদের এক বাস চালক তাঁকে ফোন করে আরসিবি শিবিরের ভেতরের খবর জানতে চেয়েছিলেন। তখনই বোর্ডকে সিরাজ বিষয়টি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলেন, ''সিরাজ সঙ্গে সঙ্গে বোর্ডকে এই খবর জানায়। বোর্ডের দুর্নীতি বিরোধী শাখার আধিকারিকরা সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েন। সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর থেকে বেশি কিছু এখনই বলা সম্ভব নয়।'' 


২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটার অন্ধকার গ্রাস করেছিল। রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসকে ২ বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। এছাড়াও এস শ্রীসন্থ, অঙ্কিত চহ্বান এবং অজিত চাণ্ডিলাকে গ্রেফতারও করা হয়েছিল। তালিকায় ছিলেন চেন্নাই দলের তৎকালীন মুখ্যকর্তা গুরুনাথ মেইয়াপ্পনও।