DC vs LSG Live: মার্ক উডের ৫ উইকেট, দিল্লিকে ৫০ রানে হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস
IPL 2023 News: ঋষভ পন্থহীন দিল্লি ক্যাপিটালস আইপিএলে কেমন পারফর্ম করে, সেইদিকে সকলেরই নজর থাকবে।
দিল্লি ক্যাপিটালসে ৫০ রান হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস।
২০২৩ আইপিএলে প্রথম বোলার হিসেবে একাই ৫ উইকেট নিলেন লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড।
আবেশের বলে আউট ডেভিড ওয়ার্নার। ফিরলেন ৫৬ রান করে।
অর্ধশতরান হাঁকালেন ডেভিড ওয়ার্নার। আইপিএলে নিজের ৫৬ তম অর্ধশতরান করলেন তিনি।
দিল্লির চতুর্থ উইকেটের পতন। রিলি রসউকে ফেরালেন রবি বিষ্ণোই।
আবার উইকেট তুলে নিলেন মার্ক উড। এবার ফেরালেন সরফরাজ খানকে।
মার্ক উডের পরপর ২ বলে ২টো উইকেট পড়ল। ফিরলেন পৃথ্বী ও মার্শ।
৩ ওভারে বিনা উইকেটে ৩৪ রান বোর্ডে তুলে নিল দিল্লি ক্যাপিটালস।
দিল্লির বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান বোর্ডে তুলে নিল লখনউ সুপারজায়ান্টস।
১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১৫৭ রান তুলে নিল লখনউ সুপার জায়ান্টস।
১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান বোর্ডে তুলে নিল লখনউ সুপারজায়ান্টস।
বিধ্বংসী কাইল মেয়ার্স। ৩৮ বলে ৭৩ রান করে অক্ষর পটেলের বলে বোল্ড হয়ে গেলেন। ১১.৩ ওভারে লখনউয়ের স্কোর ১০০/৩।
কে এল রাহুলকে (৮) ফেরালেন চেতন সাকারিয়া। ৬ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৩০/১।
নিজের প্রথম ওভারে মাত্র ৫ রান খরচ করলেন মুকেশ কুমার। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২ ওভারের শেষে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ৬/০।
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে সুযোগ পেলেন বাংলার মুকেশ কুমার। তবে উইকেটকিপার হিসাবে অভিষেক পোড়েল নয়, খেলানো হচ্ছে সরফরাজ খানকে।
প্রেক্ষাপট
লখনউ: শুরু হয়ে গিয়েছে আইপিএলের ১৬তম সংস্করণ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই আয়োজিত হচ্ছে দুইটি ম্য়াচ। প্রথম ম্যাচে কেকেআরের মুখোমুখি হচ্ছে পঞ্জাব কিংস। আর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস, প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ঋষভ পন্থহীন দিল্লি ক্যাপিটালস আইপিএলে কেমন পারফর্ম করে, সেইদিকে সকলেরই নজর থাকবে। বাংলার ক্রিকেটপ্রেমীরাও নজর রাখবেন দিল্লির ফ্র্যাঞ্চাইজির দিকে। কারণ অবশ্যই দলের 'বং কানেকশন'।
এ মরসুমেই দিল্লির সঙ্গে যুক্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দলের ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে তিনি দায়িত্ব নিয়েছেন। দিল্লি দলে বাংলা রঞ্জি দলের তারকা ফাস্ট বোলার মুকেশ কুমারও রয়েছেন। সেই কারণেই বঙ্গ ক্রিকেট অনুরাগীরা দিল্লি ক্যাপিটালসের দিকে নজর রাখবেন। গত মরসুমে অল্পের জন্য প্লে-অফে নিজেদের জায়গা পাকা তরে অপরদিকে, লখনউ সুপার জায়ান্টস নিজেদের অভিষেক মরসুমেই টুর্নামেন্টের প্লে-অফে নিজের জায়গা পাকা করেছিলে। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে পরাজিত হয়ে তাঁদের খেতাব জয়ের আশা অধরা থেকে যায়। এলিমিনেটরেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। এবার সেইসব হতাশা পিছনে ফেলে নিঃসন্দেহে আবারও খেতাব জয়ের জন্য ঝাঁপাবে লখনউ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -