GT vs CSK Toss Report: শুরু মগজাস্ত্রের লড়াই, বৃষ্টির আশঙ্কায় টস জিতে ফিল্ডিং নিলেন ধোনি

GT vs CSK Final: ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। শুরু হয়ে গেল মগজাস্ত্রের লড়াইও।

Continues below advertisement

আমদাবাদ: বৃষ্টিতে রবিবার ম্যাচ শুরুই করা যায়নি। হয়নি টসও। সোমবার ফের আয়োজিত হয়েছে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের (GT vs CSK) মধ্যে আইপিএল ফাইনাল। যে ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। শুরু হয়ে গেল মগজাস্ত্রের লড়াইও।

Continues below advertisement

কীভাবে?

সোমবারও রাত ৮টা থেকে ১০টার মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে আমদাবাদে। আর বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন ঘটলেই ডাকওয়ার্থ ল্যুইস নিয়ম কার্যকরী করা হতে পারে। সেক্ষেত্রে পরে ব্যাটিং করা দল সব সময়ই বাড়তি সুবিধা পায়। অঙ্ক কষে রান তাড়া করতে পারে তারা। সেই সুবিধাই নিতে চেয়েছেন ধোনি।

টসের পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক রবি শাস্ত্রীকে ধোনি বলেন, 'বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই প্রথমে ফিল্ডিং করে নেব। গতকাল তো ড্রেসিংরুমেই কেটে গিয়েছে।' ধোনি যোগ করেন, 'সবেচেয় বেশি কষ্টভোগ করেছেন দর্শকরা। আশা করছি তাঁদের আনন্দ দিতে পারব। পিচ দীর্ঘক্ষণ ঢাকা ছিল। তবে গোটা টুর্নামেন্টেই এই মাঠে পিচ ভাল আচরণ করেছে। খুব ভাল লাগছে ২০ ওভারের পুরো ম্যাচ হচ্ছে বলে।' দলে কোনও পরিবর্তন করেনি সিএসকে।

টসের পর হার্দিক বলেন, 'আমিও টস জিতলে ফিল্ডিংই নিতাম। তবে ব্যক্তিগতভাবে আমি ব্যাট করতে চাইছিলাম। আবহাওয়ার ওপর আমাদের কারও হাত নেই। যে দল ভাল খেলবে তারাই ট্রফি জিতবে।'

বৃষ্টিতে রবিবার গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের (GT vs CSK) আইপিএল ফাইনালের এক বলও খেলা হয়নি। আজ, সোমবার রিজার্ভ ডে-তে হবে ফাইনাল ম্যাচ। যাতে বেশি সংখ্যক দর্শক মাঠে আসতে পারেন, তার জন্যই রবিবার ফাইনাল ম্যাচ ফেলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু বৃষ্টি বাদ সাধায় সেই ম্যাচ হবে সোমবার।

কিন্তু সোমবার মাঠে দর্শক ঢুকবেন কীসের বিনিময়ে? নতুন করে কি টিকিট কাটতে হবে সকলকে?

এ ব্যাপারে বিবৃতি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড ও ফাইনালের আয়োজক গুজরাত ক্রিকেট সংস্থা। বলা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে বাধ্য হয়েই ফাইনাল সোমবার করা হচ্ছে। তবে সোমবারের জন্য আর আলাদা করে টিকিট কাটতে হবে না। রবিবারের ম্যাচের টিকিটেই সোমবার ম্যাচ দেখা যাবে।

গুজরাত টাইটান্সের চিফ অপারেটিং অফিসার অরবিন্দর সিংহ বলেছেন, 'আইপিএল ফাইনালের জন্য সকলেই প্রবল আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকেন। গতবার ২৯ মে-ই আমরা ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আশা করব এবারও ঘরের মাঠে প্রচুর সংখ্যক মানুষ এসে আমাদের হয়ে গলা ফাটাবেন।'

আরও পড়ুন: ABP Exclusive: ভারত vs পাকিস্তান না হলেও ইডেনে হয়তো বিশ্বকাপের ম্যাচ খেলবে ভারত, পাকিস্তান দুই দলই

 

Continues below advertisement
Sponsored Links by Taboola